মনোজ মণ্ডল: নাবালিকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার গুমা এলাকায় নাবালিকা পাচারের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। দাবি, পাচার করার আগেই হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গুমা এলাকায়। অভিযোগ, শুক্রবার সন্ধ্যার সময় গুমা স্টেশনে দুই নাবালিকা মেয়েকে নিয়ে বিজেপি নেতা শক্তি দাস ঘোরাফেরা করছিলেন। সেই সময় এলাকাবাসীদের সন্দেহ হয়। শক্তি দাসকে জিজ্ঞাসাবাদ করতেই শক্তি দাস থতমতো খেয়ে যান। তাতে আরও বেশি সন্দেহ হয় এলাকাবাসীদের। এরপরই স্টেশনের পাশে একটি পার্টি অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিসকে। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিস। পুলিসে এসে অভিযুক্ত শক্তি দাস ও দুই নাবালিকাকে নিয়ে অশোকনগর থানায় আসে।
এলাকাবাসীদের দাবি, কিছুদিন আগেই গুমা এলাকা থেকে একটি মেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁরা মনে করছেন, এই শক্তি দাস-ই বাইরে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে ওই মেয়েটিকে। এরপর শুক্রবার সকাল থেকে ফের এক নাবালিকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার সময় সেই নাবালিকাকেই দেখা যায় শক্তি দাসের সঙ্গে স্টেশনে ঘোরাফেরা করছে। যা থেকেই তাঁরা মনে করছেন যে, এই দুই নাবালিকাকেও কোথাও নিয়ে গিয়ে পাচার করে দিতেন এই শক্তি দাস!
এই ঘটনায় তৃণমূলের নেতা মনি গাজী বলেন, ২০২৩ সালে ১৪২ নম্বর পার্টে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন শক্তি দাস। এর আগেও একাধিকবার শক্তি দাসের নামে অভিযোগ আছে মহিলা সংক্রান্ত ব্যাপারে। পুলিস তদন্ত করে দেখুক বিজেপি নেতা শক্তি দাস এই নাবালিকাদের নিয়ে কোথায় বিক্রি করত? এই মেয়েপাচার চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত? গোটা বিষয়টি তদন্ত করে দেখুক পুলিস।