বিক্রম দাস: হালতুকাণ্ডে আরও চাঞ্চল্যকর নয়া মোড়। সন্তানকে খুন করে দম্পতির সপরিবারে আত্মঘাতী হওয়ার ঘটনায় গ্রেফতার আরও এক। সোমশুভ্র মণ্ডলকে গ্রেফতার করল পুলিস। সোমনাথ রায়কে ঋণ পাইয়ে দিয়েছিলেন এই সোমশুভ্র মণ্ডল। তাঁকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিস।
ধৃত সোমশুভ্র মণ্ডলের বিরুদ্ধে মূল অভিযোগ, সোমনাথ রায়কে ১১ লাখ টাকা ঋণ পাইয়ে দিয়েছিলেন এই সোমশুভ্র মণ্ডল। প্রথমে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকা, তারপর একটি স্বর্ণসংস্থা থেকে ১ লাখ ৬২ হাজার টাকা, এরপর ২ লাখ-২ লাখ করে বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থা থেকে লোন পাইয়ে দেওয়া হয়।
পুলিস মনে করছে, একের পর এক এই ঋণের কারণেই সোমনাথ রায় ও তাঁর পরিবার দেনার দায়ে জর্জরিত হয়ে যায়। সেইসঙ্গে পাওনাদারদের চাপ। মানসিক অবসাদ গ্রাস করে রায় পরিবারকে।