• ঘনিষ্ঠ ভিডিও ভাইরালের হুমকি দিয়ে আইফোন-১৬’র আবদার! চাহিদা না মেটায় সমকামী সঙ্গীকে ‘খুন’ যুবকের
    প্রতিদিন | ০৮ মার্চ ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দামি-দামি উপহার হাতাত সমকামী সঙ্গী! কিন্তু সেই উচ্চ চাহিদা মেটাতে না পারায় শেষপর্যন্ত যুবককে খুনের অভিযোগ উঠল সঙ্গীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বজবজ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের গোলাম রসুল রোড এলাকা।

    মৃতের নাম সুমিতকুমার মাহাতো। প্রথম বর্ষের ছাত্র। পরিবার সূত্রে খবর, বছর আঠারোর এক ছাত্রর সঙ্গে একই পাড়ার বাসিন্দা ২৯ বছরের পুষ্কর জয়সওয়ালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই তাদের মধ্যে প্রায়শই শারীরিক সম্পর্ক হত। আর সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার দামি উপহার হাতানোর অভিযোগ ওঠে পুষ্করের বিরুদ্ধে।

    পরিবারের দাবি, সুমিতের এক বন্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তৃতীয় কোনও ব্যক্তির মোবাইলে তুলে রেখেছিল পুষ্কর। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় দামী জিনিসপত্র চাইত । এর আগেও একইভাবে ব্ল্যাকমেল করে আইফোন ১৫ হাতিয়েছিল পুষ্কর। এবারের দাবি ছিল আইফোন ১৬। পরিবারের দাবি, সুমিত তুলনামূলক কমদামের মোবাইল কিনেছিল পুষ্করকে দেওয়ার জন্য। আর তারপরেই এই ঘটনা। অভিযোগ, রাতভর সুমিতের বাড়িতেই ছিল পুষ্করের পরিবারের লোকজন। পরে বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়।

    সূত্রের দাবি, বৃহস্পতিবার কীটনাশক খায় সুমিত। স্থানীয়দের সহায়তায় তাঁকে বজবজের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, এ কথা চাউর হতেই পুষ্করের বোন, সুমিতের বাড়িতে ঢুকে সুমিতের মোবাইলে থাকা যাবতীয় ডাটা, এমনকী, সমস্ত কন্টাক্ট নম্বরও ডিলিট করে দেয়।

    এ থেকেই পরিবারের সন্দেহে, সুমিতকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরে মোবাইল ব্যাকআপের মাধ্যমে সমস্ত ডাটা এবং মেসেজ পুনরুদ্ধার করে জানা যায় এই অশ্লীল ভিডিওর কথা। পরিবারের পক্ষ থেকে বজবজ থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করে। তবে অভিযুক্তরা সকলেই পলাতক। বজবজ থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
  • Link to this news (প্রতিদিন)