• অভিষেকের ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকের দিন বদল
    প্রতিদিন | ০৮ মার্চ ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটার তালিকা সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিন বদল। ১৫ তারিখের বদলে ১৬ মার্চ হবে বৈঠক। ওইদিনই ভারচুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

    রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। দাবি করেন, ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

    ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে, তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল। অন্য কাজে ব্যস্ত থাকায় ওইদিনের বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ১৫ মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভারচুয়াল বৈঠক ডাকেন। কিন্তু ওই বৈঠকেরই দিনক্ষণ বদলাল। ওই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে। ওই দিন জেলা থেকে পাওয়া রিপোর্টগুলি খতিয়ে দেখে দলনেত্রীর কাছে পেশ করা হবে বলে খবর। এদিকে, শুক্রবারই তৃণমূলের চাপে নতিস্বীকার করে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩ মাসের মধ্যে ‘ভূত’ তাড়ানোর ব্যবস্থা করা হবে বলেই জানায় কমিশন। কীভাবে ৩ মাসে এই কাজ সম্ভব, তা জানতে আগামী মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল।
  • Link to this news (প্রতিদিন)