তিনজন অতিরিক্ত বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, অনুমোদন মিলল না দু’টি নামে
হিন্দুস্তান টাইমস | ০৮ মার্চ ২০২৫
কলকাতা হাইকোর্টের জন্য সুখবর। শীঘ্রই এই হাইকোর্টে যোগ দেবেন আরও তিনজন অতিরিক্ত বিচারপতি। একথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল স্বয়ং। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন তিনি।
সেই পোস্টে মেঘওয়াল জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে তিনজনের নামে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শীঘ্রই তাঁদের নিয়োগ হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। এই তিনজনকে অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ করা হবে। এঁরা হলেন - যথাক্রমে - আইনজীবী শ্রীমতী স্মিতা দাস দে, আইনজীবী শ্রী ঋতব্রত কুমার মিত্র এবং আইনজীবী শ্রী ওম নারায়ণ রাই।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে যে বিচারপতির অভাব রয়েছে, সেকথা নতুন কিছু নয়। আইনজীবী মহল দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে সরব। এমনকী, সম্প্রতি এ নিয়ে উষ্মাও প্রকাশ করেছিল আইনজীবী সংগঠনগুলি।
গত জানুায়ারি মাসে এই বিষয়ে একটি উদ্বেগের খবরও সামনে এসেছিল। হিসাব কষে দেখা গিয়েছিল, বিচারপতিদের শূন্য পদের নিরিখে শতাংশের বিচারে ভারতের মধ্যে কলকাতা হাইকোর্ট রয়েছে তৃতীয় স্থানে।
আসলে, ২০২২ সালের পর থেকে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মধ্যে থেকে কাউকে আর বিচারপতি হিসাবে নিয়োগ করার বিষয়ে ছাড়পত্র দেয়নি কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় ২৯টি শূন্যপদে অবিলম্বে বিচারপতি নিয়োগ করার দাবি তুলে আইনজীবীরা গণস্বাক্ষর করা একটি চিঠি পাঠান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। একই দাবিপত্র পাঠানো হয় কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছেও।
এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করার জন্য পাঁচজন আইনজীবীর নাম প্রস্তাব আকারে সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই তালিকায় উপরোক্ত তিনজন ছাড়াও ছিলেন আইনজীবী তলয় মাসুদ সিদ্দিকী ও আইনজীবী কৃষ্ণরাজ ঠাকুর।
তবে, সুপারিশ তালিকায় নাম থাকা এই দুই আইনজীবীকে আদৌ অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করা হবে কিনা, সেটা স্পষ্ট নয়। প্রসঙ্গত, অতীতেও এমন ঘটনা ঘটেছে। যেখানে কলেজিয়ামের সুপারিশ থাকা সত্ত্বেও একাধিক ব্যক্তিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করতে রাজি হয়নি মোদী সরকার।
এই তালিকায় নাম থাকা অন্যতম দু'জন হলেন - এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি শাক্য সেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উমেশ বন্দ্যোপাধ্যায়ের নিকট আত্মীয় অমিতেশ বন্দ্যোপাধ্যায়।