'কারোর থেকে দুর্বল নই', নারী দিবসে মনের আর কী কথা লিখলেন মমতা!
হিন্দুস্তান টাইমস | ০৮ মার্চ ২০২৫
নারী দিবসে বিশেষ বার্তা দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এক্স হ্যান্ডেলে লিখলেন তিনি। লিখলেন সমতার কথা। লিখলেন প্রতিটি দিনই হোক নারীদের জন্য। প্রতিটি দিনই হোক প্রত্যেকের জন্য। নারীদের অন্তরের শক্তির কথা উল্লেখ করলেন তিনি। আগামী দিনে প্রতিটি যুদ্ধে জয়যুক্ত হওয়ার কথা লিখলেন তিনি। এই বার্তা হয়তো অনুপ্রেরণা দেবে অনেককেই, যাঁরা রোজ লড়াই করছেন জীবনের নানা ক্ষেত্রে।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'কেবলমাত্র একটা দিন নারীদের জন্য উৎসর্গ করা উচিত নয়। প্রতিটি দিনই নারীদের জন্য। প্রতি নারী তাঁর নিজস্ব জগৎ তৈরির জন্য শক্তির অধিকারী। …আমরা কারোর থেকে দুর্বল নই, কারো থেকে কম নই। শারীরিক শক্তির বাইরেও আমাদের ভেতরের শক্তি, সাহসী হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি, লড়ার যে শক্তি সেটাই স্থির করে কতটা লড়তে পারব আমরা, কতটা দ্রুততার সঙ্গে আমরা আগামী যুদ্ধগুলি জিততে পারব।
তিনি লিখেছেন, আমরা বিশ্বাস করি এমন একটা পৃথিবীকে যেখানে প্রত্যেক মানুষের মধ্য়ে সমতা রয়েছে, লিঙ্গ নির্বিশেষে। …আমরা আকাশ জয় করব। এই বিশ্ব আমাদের, আমাদের সকলের, জীবনের সমস্ত ক্ষেত্র থেকে।
এই নারী দিবসে নারীদের কেবলমাত্র দেবী হিসাবে দেখবেন না, সমতা রক্ষা করে উদযাপন করুন। এই দিনটাকে সম্মান করুন একটা বিষয়কে মনে রেখে যে প্রতিটি দিন প্রতিজনের জন্য, প্রত্যেক মানুষের জন্য, লিঙ্গ নির্বিশেষে…'লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নারীদিবস। নারীদের অধিকার রক্ষার দিন। শুধুমাত্র একটি দিন নারীদের জন্য নয়। প্রতিটি দিনই হোক নারীদের, প্রতিটি দিন হোক সকলের। সমতার কথা লিখলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই বার্তাকে অভিভাদন জানিয়েছেন অনেকেই।