আন্তর্জাতিক নারী দিবসে নতুন চার রুটের সরকারি বাস উপহার পেলেন বারুইপুরের বাসিন্দারা। এ বারে বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি ও তারাপীঠে ভলভো বাসের পরিষেবা মিলবে।
আজ, শনিবার বারুইপুরের ফুলতলায় বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার-সহ আরও অনেকে। এই চার রুটে বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন এলাকার বাসিন্দারা। বারুইপুরের পাশাপাশি সোনারপুর, জয়নগর, কুলতলি, ক্যানিং ও সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও উপকৃত হবে।
এ দিকে সামনেই গরমের ছুটি। ট্রেনে টিকিট পেতে অনেক সমস্যায় পড়েন যাত্রীরা। এই বাসের পরিষেবা চালু হওয়ায় সরাসরি উত্তরবঙ্গ থেকে শুরু করে তারাপীঠ, শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন যাত্রীরা। আগামীকাল থেকেই শুরু হবে এই বাস পরিষেবা। অনলাইনেও পাওয়া যাবে টিকিট।
বারুইপুর থেকে উদ্বোধন হওয়া বাসের সময়সুচী ও রুটের তথ্য
1) রুট নং: ACT19, বারুইপুর থেকে শিলিগুড়ি : AC VOLVO
বারুইপুর ফুলতলা টার্মিনাস থেকে ছাড়বে বিকাল: ৫টায়
ফেরার জন্য শিলিগুড়ি তেনজিং নোরগে টার্মিনাস থেকে ছাড়বে সন্ধ্যা: ৭ টা ৩০ মিনিটে
ভাড়া : ১৩৯৫ টাকা
অনলাইন বুক করা যাবে wbtconline.in ওয়েবসাইট ও রেডবাস মোবাইল অ্যাপের মাধ্যমে।
2) রুট নং: ACT20 বারুইপুর থেকে তারাপীঠ ভায়া বোলপুর-সিউড়ি: AC VOLVO
বারুইপুর ফুলতলা টার্মিনাস থেকে ছাড়বে : সকাল ১০ টায়
ফেরার জন্য তারাপীঠ থেকে ছাড়বে : সকাল ৭ টা ৪৫ মিনিটে
এই বাসটি বোলপুর (শান্তিনিকেতন) থেকে বারুইপুরের জন্য ছাড়বে: সকাল ১০ টা ৩০ মিনিটে
বারুইপুর থেকে তারাপীঠ ভাড়া : ৬২৫ টাকা
বারুইপুর থেকে বোলপুর (শান্তিনিকেতন) ভাড়া: ৪৩৫ টাকা
অনলাইন বুক করা যাবে wbtconline.in ওয়েবসাইট ও রেডবাস মোবাইল অ্যাপে।
3) রুট নং: ST34: বারুইপুর (উত্তরভাগ)
হাওড়া স্টেশন ভায়া শিয়ালদহ, ডালহৌসি। সকালে ও বিকালে এই রুটে চলবে তিনটি বাস।
4) রুট নং: D37, বারুইপুর (উত্তরভাগ) থেকে বারাসাত ভায়া ইএম বাইপাস, উল্টোডাঙা, এয়ারপোর্ট
সকালে ও বিকালে এই রুটে চলবে চারটি বাস।