• লিলুয়ায় ব্যবসায়ীকে গুলির ঘটনায় বিহারের ‘মচ্ছর’ গ্রেপ্তার
    এই সময় | ০৮ মার্চ ২০২৫
  • লিলুয়ায় ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় ভিন রাজ্য থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম ছোটেলাল রায় ওরফে মচ্ছর। গত ২২ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হন ব্যবসায়ী রাজেশ সিং। লিলুয়া থানার অন্তর্গত গোশালা রোডে আবাসনের সামনেই গুলিবিদ্ধ হন তিনি। সেই ঘটনায় বিহারের বৈশালী থেকে মচ্ছরকে গ্রেপ্তার করে পুলিশ।

    শনিবার হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানান, ব্যবসা সংক্রান্ত কোনও ঝামেলার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান, তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন দু’টি বাইকে দুষ্কৃতীরা এসেছিল। এ দিকে ঘটনার পরই অভিযুক্তরা বিহারে পালিয়ে যায়। তবে পুলিশ অভিযুক্তদের সন্ধানে ছিল। সেই বিহার থেকেই গ্রেপ্তার করা হয়েছে মচ্ছরকে। এখন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাকে। বাকিদেরও শনাক্ত করতে পেরেছে পুলিশ। খুব তাড়াতাড়ি তারাও ধরা পড়বে।

    অভিযোগ, ঘটনার দিন রাত ১০টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়ে ছিলেন রাজেশ সিং। সেই সময় একটি বাইকে চেপে দুষ্কৃতীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সিসিটিভিতে ধরা পড়ে সেই দৃশ্য। ডান হাত দিয়ে সেই গুলি আটকাতে গেলে তা হাতে লেগে পেট ছুঁয়ে ডান দিকে পাঁজরে লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

  • Link to this news (এই সময়)