• রাতের কামারহাটিতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম সাধারণ বাসিন্দা
    এই সময় | ০৯ মার্চ ২০২৫
  • রাতের বেলায় স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন এক ব্যক্তি। দুষ্কৃতীদের হামলায় মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন তিনি, উঠল এমনই অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের আরও অভিযোগ, তৃণমূল কর্মী বিকাশ সিংকে মারার লক্ষ্য নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তাদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে ওই ব্যক্তির গায়ে। দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মীও। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটির ঘটনা।

    রাতের বেলায় শুটআউট কামারহাটির রাস্তায়। ১ নম্বর আজাদহিন্দ নগরের বাসিন্দা সন্তু দাস স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে চৌধুরী পাড়ায়। ডাক্তার দেখিয়ে রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। সেই সময়ে তিনজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে গুলি চালায়। পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীরা তৃণমূল কর্মী বিকাশ সিং-কে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। সেই সময়ে আচমকাই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সন্তু দাসের গায়ে লাগে। এই সন্তু দাসের সঙ্গে দুষ্কৃতীদের গুলি চালানোর কোনও সম্পর্ক নেই বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ রয়েছে। কে বা কারা গুলি চালালো, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানা। ঘনবসতি এলাকায় এ ভাবে শুটআউটের কারণে প্রবল আতঙ্ক সাধারণ বাসিন্দাদের মনে। 

    ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি সাউথ অনুপম সিং বলেছেন, ‘২ রাউন্ডের বেশি গুলি চলেছে। ২ জন জখম হয়েছেন। সন্তু দাসের গায়ে গুলি আঁচড় কেটে গিয়েছে। বিকাশ সিংয়ের পেটে গুলি লেগেছে।’ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একটি মোটরবাইক পাওয়া গিয়েছে, সেটির মালিক কে তা খতিয়ে দেখছে পুলিশ।

    কে করেছে, কেন করেছে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিকাশ সিংয়ের স্ত্রী। ছেলে গুলিবিদ্ধ শুনে কান্নায় ভেঙে পড়েছেন বিকাশ সিংয়ের মা। তাঁরা ঘরে ছিলেন, কী ভাবে এই ঘটনা ঘটে গিয়েছে, কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)