• কম দামে রড সরবরাহের নামে ব্যবসায়ীর ৬ লক্ষ টাকা লুঠ, ধৃত ২
    এই সময় | ০৯ মার্চ ২০২৫
  • ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে ৬ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল শক্তিগড়ে। এই ঘটনায় এক সিভিল ইঞ্জিনিয়ার-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শক্তিগড় থানার বড়শুল মোড় এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছে। ধৃতদের নাম দীপকুমার দে, অভিজিৎ দাস। প্রথমজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়, অপরজন হুগলির চুঁচুড়ার বাসিন্দা।

    ধৃতদের শনিবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। ধৃতদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেডের আবেদন জানান তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে টিআই প্যারেড করানোর জন্য নির্দেশ দেন বিচারক। জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁদের। ২১ মার্চ ধৃতদের ফের আদালতে পেশ করানো হবে।

    পুলিশ সূত্রে খবর, গত ২৬ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। এক ব্যবসায়ীকে কম টাকায় লোহার রডের ব্যবস্থা করে দেবেন বলে চুক্তি করেন ওই দুই যুবক। ঠিক হয়, তাঁদের ৬ লক্ষ টাকা দেবেন ব্যবসায়ী। সেই মতোই বড়শুলে আসেন ওই ব্যবসায়ী।

    অভিযোগ, জাতীয় সড়কের সার্ভিস লেনে লোহার রড ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে বলে টাকা ভর্তি ব্যাগটি ব্যবসায়ীর কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন ধৃতরা। তাঁকে মারধর করে সেখান থেকে পালিয়ে যান। এর পরই শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। শুক্রবার আরও একজনকে টোপ দিয়ে টাকা হাতানোর চেষ্টা করে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা। ধৃতদের ব্যবহৃত চার চাকা গাড়ি ও চারটি মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)