কাঁথির রেল কোয়ার্টারের পুকুর থেকে ৪০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধার, তদন্ত জারি পুলিশের ...
আজকাল | ০৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কাঁথির রেল কোয়ার্টারের পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ গুলি। একে ৪৭, ৯এমএম এবং থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে আজ। ৪০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথির রেল স্টেশন চত্বরে।
জানা গেছে, স্থানীয় এক মৎস্যজীবী ওই পুকুরে মাছ ধরতে যান। সেখানে গিয়ে একটি ব্যাগ দেখতে পান তিনি। তড়িঘড়ি রেল পুলিশকে খবর দেওয়া হয়। পুকুর থেকে সেই ব্যাগ তুলতেই বিপুল পরিমাণ গুলির হদিশ পাওয়া যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে রেল পুলিশ ও কাঁথি থানার পুলিশ। বেশিরভাগই ব্যবহৃত কার্তুজ বলে জানা গেছে। কোথা থেকে এল এমন বিপুল পরিমাণ গুলি? তদন্ত শুরু করেছে পুলিশ।
রেলের খড়গপুর ডিভিশনের জিআরপি পুলিশ আধিকারিক দেবশ্রী সান্যাল জানিয়েছেন, উদ্ধার হওয়া গুলির অধিকাংশই ফায়ারিংয়ের পরে টার্গেটে লাগার অংশ। কীভাবে এই এলাকায় এল, এর পিছনে কী রহস্য আছে, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। এই ধরনের আধুনিক রাইফেলের কার্তুজ, তাও আবার গুলির খোল নয়, টার্গেটে লাগার অংশ, জনসমক্ষে আসা বাঞ্ছনীয় নয়। গুলি উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে রেলস্টেশন লাগোয়া পদ্মপুখুরিয়া কৃষ্ণচক এলাকায়। তবে রেল পুলিশ ও কাঁথি থানার পুলিশের পক্ষে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।