নারী দিবসে বড় পদক্ষেপ নিল রেল, এবার থেকে গুরুত্বপূর্ণ এই স্টেশন পরিচালনা করবেন মহিলারাই...
আজকাল | ০৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে অনন্য উদ্যোগ আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ের। ঐতিহ্যবাহী কোচবিহার স্টেশনের দায়িত্বভার তুলে দেওয়া হল মহিলাদের হাতে। এখন থেকে এই স্টেশনের টিকিট চেকিং স্টাফ, বুকিং ক্লার্ক, বা রিজার্ভেশন সুপারভাইজার, সবকিছুই পরিচালনা করবেন মহিলারা। এককথায় স্টেশনটিকে পুরোপুরিভাবে মহিলা পরিচালিত করা হল। শুক্রবার আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ের পক্ষ থেকে চিফ রিজার্ভেশন সুপারভাইজার তনুশ্রী দাসের হাতে স্টেশনের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়। পাশাপাশি এখন থেকে এই স্টেশনের নিরাপত্তার দায়িত্বেও থাকবেন মহিলা আরপিএফ কর্মীরা।
কোচবিহার শহরে এই রেলস্টেশনটি মহারাজাদের আমলের। এক সময়ের কোচবিহারের একমাত্র রেলওয়ে স্টেশন ছিল এটি। এর সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহ্য। এবারের নারী দিবসে এই স্টেশনকেই নতুন আঙ্গিকে তুলে ধরা হল। স্টেশনটির দায়িত্ব পেয়ে তনুশ্রী দাস বলেন, আমার ওপর দেওয়া দায়িত্ব অবশ্যই পালন করার চেষ্টা করব।