• মেয়েকে তিন তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে, খুনের চেষ্টার অভিযোগ দায়ের...
    আজকাল | ০৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিজের কিশোরী মেয়েকে তিন তলা বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলা দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে যাদবপুরের আনন্দপল্লীতে। প্রতিবেশীদের তৎপরতায় গুরুতর আহত ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, আনন্দপল্লীর বাসিন্দা চিন্ময় গোপ এলাকাতেই একটি বহুতলে তিন তলার ফ্ল্যাটে থাকতেন। শনিবার দুপুর দেড়টা নাগাদ প্রতিবেশীরা দেখতে পান চিন্ময় তাঁর মেয়েকে ফ্ল্যাটের বারান্দা থেকে ঠেলে ফেলে দেন। ঘটনা নজরে আসতেই আহত কিশোরীকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। 

    প্রতিবেশী সংযু্ক্তা চক্রবর্তী চিন্ময়ের নামে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চিন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান খুনের উদ্দেশ্য নিয়েই মেয়েকে বারান্দা থেকে ফেলে দিয়েছিলেন চিন্ময়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কেন নিজের মেয়েকে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন চিন্ময় তা জানার চেষ্টা করছে পুলিশ। আহত কিশোরীর অবস্থার উন্নতি হলে তাঁর জবানবন্দি নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)