• চালক থেকে টিকিট চেকার এবং নিরাপত্তারক্ষী, নারী দিবসে শিয়ালদহ স্টেশন মহিলাদের দখলে
    আজকাল | ০৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে শিয়ালদহ স্টেশন সামাল দিলেন রেলের মহিলা কর্মীরা। টিকিট কাউন্টার থেকে নিরাপত্তারক্ষী বা টিকিট ফাঁকি দিয়ে কোনও যাত্রী বেরিয়ে যাচ্ছেন কিনা তার সবটাই দেখভাল করলেন তাঁরা। 

    প্রতি বছরই এই বিশেষ দিনে নারীদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের হাতেই বড় দায়িত্ব তুলে দেয় রেল। এবারও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই রেলে মহিলা লোকো পাইলট কাজ শুরু করলেও শনিবার কৃষ্ণনগর থেকে শিয়ালদহগামী লেডিজ স্পেশাল 'মাতৃভূমি লোকাল' ট্রেনটির চালক, গার্ড থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ, সকলেই ছিলেন মহিলা। 

    শিয়ালদহ ডিভিশনের সিনিয়র পাবলিক রিলেশনস অফিসার (পিআরও) একলব্য চক্রবর্তী বলেন, 'আমাদের কাছে প্রতিটি দিনই হল নারী দিবস। কারণ, ভারতীয় রেল তার প্রতিটি মহিলা যাত্রীর ভ্রমণ ও নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এদিন যেমন মাতৃভূমি লোকাল ট্রেনে চালক, গার্ড বা নিরাপত্তাকর্মী সকলেই ছিলেন মহিলা, তেমনি শিয়ালদহ স্টেশনের রিজার্ভ এবং আনরিজার্ভ টিকিট কাউন্টারগুলিও পরিচালনা করেছেন রেলের মহিলা কর্মীরা। শিয়ালদহের অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার মহুয়া দাস নিজে একটি মহিলা টিকিট চেকার দলের নেতৃত্ব দিয়েছেন। এমনকী স্টেশনের সহায়তা কেন্দ্রগুলিও শনিবার পরিচালনা করেছেন রেলের মহিলা কর্মীরা।'
  • Link to this news (আজকাল)