• ভরসন্ধেয় চলল গুলি, বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
    ২৪ ঘন্টা | ০৯ মার্চ ২০২৫
  • বরুণ সেনগুপ্ত: ভরসন্ধেয় কামারহাটিতে চলল গুলি। ওই হামলায় আহত হয়েছেন তৃণমূল কর্মী বিকাশ সিং ও সন্তু দাস নামে আরও একজন। দুজনেকই ভর্তি করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কর্মী বিকাশ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক।

    শনিবার সন্ধেয় ওই গুলি চালনার ঘটনা ঘটেছে বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার আদর্শ নগরে। সন্ধেয় ডাক্তার দেখাতে আসেন সন্তু ও তার স্ত্রী। তাদের সঙ্গে ছিলেন বিকাশ। সেইসময় ২ বাইক আরোহী এসে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। মোট ৩ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। গুলি লাগে বিকাশের গায়ে। আহত হন সন্তুও। তার কোমর ছুঁয়ে গুলি বেরিয়ে যায় বলে খবর।

    আচমকা হওয়া ওই ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন মানুষজন। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়।  কী কারণে এই গুলি চলল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শী সন্তুর স্ত্রী বলেন, যারা গুলি চালিয়েছে তারা বাইকে এসেছিল। গুলি লগেছে। প্রচুর রক্ত পড়ছিল। যারা হামলা চালিয়েছে তাদের কাউকে চিনি না।

    এদিকে, বউবাজার থানা এলাকায় কোপানো হল এক যুবককে। মারধর করা হল তার সঙ্গে থাকা লোকজনকে। একটি ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করা নিয়ে ঝামেলার উৎপত্তি। স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা সেই ভিডিও ডিলিট করার জন্য আহতদের ডেকে পাঠায় এবং তারপরেই তার ওপর বেধড়ক মারধর করা হয়।  শরিক আমান নামে এক যুবক ফেসবুকের সেই ভিডিওতে জানায় যে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেআইনি নিষিদ্ধ কাজকর্ম করছেন। কাউন্সিলর এর অনুগামীরা আজ সন্ধ্যেবেলায় হঠাৎই তার উপরে চড়াও হয়, চপারের কোপ দেওয়া হয় এবং তাকে যারা সঙ্গে ছিল তাদের ওপরেও আক্রমণ চালানো হয়। ওই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বউবাজার থানার পুলিস এবং ঠিক কি কারণে এই ঘটনার সূত্রপাত হল খতিয়ে দেখছে বউবাজার থানার পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)