• লক্ষ, লক্ষ টাকার ঋণ! আড্ডায় মদ্যপানের পর হেমতাবাদের যুবককে জীবন্ত পুড়িয়ে খুন? ঘনাচ্ছে রহস্য
    প্রতিদিন | ০৯ মার্চ ২০২৫
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: জীবন্ত পুড়িয়ে খুন? না কি মারধরের জেরে মৃত্যুর পর প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়ার ছক? উত্তর দিনাজপুরের হেমতাবাদে তৃণমূল নেত্রীর ভাইপো পাপাই ক্ষেত্রীর মৃত্যুতে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা। জানা গিয়েছে, পাপাই ২ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই আক্রোশ থেকে তাঁকে খুন করা হয়েছে বলেই অনুমান। এই ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেত্রীর স্বামী পুলিশের স্ক্যানারে রয়েছেন পুলিশ সূত্রে খবর। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    শনিবার সকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদ এলাকায় এক খড়ের গাদা থেকে পাপাইয়ের অগ্নিদগ্ধ দেহ উদ্দার করা হয়। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দেহটির এতটাই বাজে অবস্থায় ছিল চিহ্নিত করা যাচ্ছিল না। পাপাইয়ের স্ত্রী অঙ্কিতা দেব ক্ষেত্রী থানায় এসে দেহ চিহ্নিত করেন। রাতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুরা স্থানীয় ঘুলঘুলি মোড়ের আড্ডায় আকণ্ঠ মদ্যপান করেছিলেন। মদ্যপ ছিলেন পাপাইও। তারপরই ঝামেলা। পরে খুন! তবে কী করে খুন তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় স্থানীয় এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী পুলিশের স্ক্যানারে রয়েছে। রাতেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)