• বুদ্ধদেবকে অশালীন মন্তব্য করা ইন্দ্রানুজকে ‘নয়ণের মণি’ করা হচ্ছে কেন? দলেই প্রশ্নের মুখে সেলিম
    প্রতিদিন | ০৯ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন মুখ‌্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কুৎসিত আক্রমণকারী ইন্দ্রানুজ রায়কে নিয়ে আলোড়ন রাজ্য সিপিএমে। কেন বুদ্ধদেবের মতো সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিককে ফেসবুক পোস্টে ‘কুকুর’ তকমা দিলেও ইন্দ্রানুজকে নিয়ে কার্যত মাতামাতি করছেন মহম্মদ সেলিম, এই প্রশ্নেই শোরগোল চলছে আলিমুদ্দিনে।

    তাঁকে কেন ‘নয়নের মণি’ করা হচ্ছে, এহেন প্রশ্নের মুখে পড়ছেন সিপিএম রাজ‌্য সম্পাদক। পার্টির অফিসিয়াল ফেসবুক পেজেও কমেন্টে সমালোচনার ঝড়। যাদবপুরের এই ছাত্রকে নিয়ে বিতর্ক রয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের অন্দরেও। বঙ্গ সিপিএমের সেলিম শিবির ইন্দ্রানুজের পাশে দাঁড়িয়েছে। যে ইন্দ্রানুজ বুদ্ধবাবুকে নিয়ে কুৎসিত মন্তব‌্যই শুধু করেনি, সে কট্টর সিপিএম বিরোধীও। আবার তার এসএফআইকে আক্রমণের ভিডিয়োও সমাজ মাধ‌্যমে ঘুরছে। সে অতি সম্প্রতি এসএফআইকে ‘শালকু দাওয়াই’ দেওয়ার কথা বলেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বাম, অতিবামদের বিক্ষোভের মধ্যে জখম হওয়া ইন্দ্রানুজকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সেলিম। যাদবপুর ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করতে পার্টির প্রবল বিরোধী মাওবাদী ছাত্র সংগঠন আরএসএফের এই নেতাকে কেন আঁকড়ে ধরতে হবে? একাধিক জেলায় সিপিএমের সাধারণ সদস‌্যরা দলের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

    হাওড়া জেলা সিপিএমের এক প্রবীণ সদস্যের কথায়, ‘‘প্রয়াত প্রাক্তন মুখ‌্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘শাসকশ্রেণির বিশ্বস্ত কুকুর’ বলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিল যাদবপুরের ছাত্রটি। তাকে নিয়ে পার্টির রাজ‌্য সম্পাদক এত মাতামাতি করছেন যাতে দলের সাধারণ কর্মীদের কাছে ভুল বার্তা যাবে।’’ নাম প্রকাশে অনিচ্ছুক এসএফআইয়ের এক জেলা নেতার কথায়, ‘‘ইন্দ্রানুজের পাশে দাঁড়িয়ে আমাদের সংগঠনের কোনও লাভই হবে না যাদবপুরে।’’ আগামী রাজ‌্য কমিটির বৈঠকে ইন্দ্রানুজের বিষয়টি তুলতে পারেন কয়েকটি জেলার প্রতিনিধিরা।

    ইন্দ্রানুজের রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্ক রয়েছে। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময়ে এক সপ্তাহের জন‌্য এসএফআই করেছিল সে। তারপর এআইএসএফ। বর্তমানে সে আরএসএফের সদস্য। ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট থেকেই মিলেছে তার মাওবাদী যোগাযোগের প্রমাণ। ইন্দ্রানুজকে হাসপাতালে সেলিমের দেখতে যাওয়ার ছবি পোস্ট করে রাজ‌্য সিপিএম তাদের ফেসবুক পেজেও। বুদ্ধবাবুকে কুৎসিত আক্রমণ করা ইন্দ্রানুজের সঙ্গে সেলিমের ছবি দেওয়া সেই পোস্টের কমেন্টেও সমালোচনার ঝড় উঠেছে। একজন মন্তব‌্য করেছেন, ‘আর কতটা ভাবের ঘরে চুরি করবেন। দলটার আর জাত-কূল রইল না।’। আরেকজন লিখেছেন, ‘সেলিমবাবু কি কানে কানে এই পোস্ট তুলে নিতে বলেছিলেন, নাকি আবার এটা বলেছিলেন যেটা লিখেছিল, ঠিক লিখেছিস!’ পার্টির একাংশের প্রশ্ন, আরজিকর আন্দোলনের ফসল ঘরে ওঠেনি। এবার যাদবপুরকে আঁকড়ে ধরতে ইন্দ্রানুজকে নিয়ে ‘আদিখ্যেতা’ করে দলের নীতি-আদর্শও জলাঞ্জলি দিচ্ছেন নেতারা।
  • Link to this news (প্রতিদিন)