• লড়াই, উন্নয়নে মমতাই মডেল! নারী দিবসের মিছিলে তুলে ধরল মহিলা তৃণমূল, উঠল নয়া স্লোগানও
    প্রতিদিন | ০৯ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে হোক বা পথে, লড়াই হোক কিংবা উন্নয়ন ? এরাজ্যে সবেতেই মডেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কর্মসূচি পালন করে ফের সেই বার্তাই কতুলে ধরল রাজ্যের শাসকদলের মহিলা সংগঠন। শনিবার বিকেলে রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে নতুন স্লোগানও শোনা গেল। ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’ স্লোগানটি বেঁধে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই। ছাব্বিশের ভোটের আগে নারীশক্তিকে আরও জাগ্রত করে তোলার বার্তা দিল মহিলা তৃণমূলের এই কর্মসূচি।

    প্রতিবছর নারী দিবসে কোনও না কোনও কর্মসূচি পালন করে থাকে মহিলা তৃণমূল। তার পরিকল্পনা করে দেন দলনেত্রী। এবছরও তার ব্যতিক্রম হল না। থিম থেকে স্লোগান ? সবই ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লড়াই উন্নয়নে মমতাই মডেল’কে থিম করে নারী দিবসে মহিলা তৃণমূলের নতুন স্লোগান ? ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। আসলে দেশের রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে এগিয়ে বাংলা, এ বিষয়ে সন্দেহ নেই। গত ১৫ বছর ধরে বাংলার শাসনক্ষমতার রাশ ধরে রেখেছেন একজন লড়াকু মহিলা, যাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংসদে সর্বোচ্চ মহিলা প্রতিনিধি। নাগরিক পরিষেবার ক্ষেত্রেও নারীদের অগ্রাধিকার। নারীশিক্ষা বিস্তারে ‘কন্যাশ্রী’ প্রকল্প থেকে গৃহবধূদের জন্য ‘লক্ষ্ণীর ভাণ্ডার’, মমতার মস্তিষ্কপ্রসূত সবকটি প্রকল্পেই অসামান্য সাফল্য।

    ছাব্বিশের ভোটের আগে সেসব অস্ত্রে আরও শান দিতে জনতার দুয়ারে পৌঁছে যেতে চায় তৃণমূল। আর সেই লক্ষ্যে সর্বাগ্রে থাকছে নারী বাহিনী।শনিবারের মিছিলে দলের সর্বস্তরের মহিলা প্রতিনিধিদের দেখা গেল। বিধায়ক, সাংসদরা তো বটেই, মন্ত্রী, পুরপ্রতিনিধিরাও শামিল হলেন।  জেলায় জেলায়ও একই সময়ে মিছিলে পা মেলালেন মহিলা তৃণমূল সদস্যরা। লক্ষ্য একটাই, নারীদের উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় সংগ্রাম এবং তার সাফল্যকে তুলে ধরা সমাজের সাধারণ মহিলা মহলে।
  • Link to this news (প্রতিদিন)