দেশের সেরা লিগে ১০০০ পয়েন্ট, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস মোহনবাগানের, ৩০ বছরে ১০০০ পয়েন্ট এল সবুজ-মেরুন শিবিরে
প্রতিদিন | ০৮ মার্চ ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান মানেই যেন পুরনো নজির চুরমার করে নতুন রেকর্ড গড়া। চলতি আইএসএলে একের পর এক রেকর্ডের মালিক হয়েছেন বিশাল কাইথরা। তবে লিগের শেষ ম্যাচে এমন এক নজির গড়ল মোহনবাগান, যা বিশ্বের যে কোনও ক্লাবের কাছেই ঈর্ষণীয়। একমাত্র ক্লাব হিসাবে ভারতের সেরা লিগে সবমিলিয়ে ১০০০ পয়েন্ট পেল সবুজ-মেরুন ব্রিগেড।
কীভাবে তিলে তিলে গড়ে উঠল ১০০০ পয়েন্টের রত্নভাণ্ডার? তার জন্য ফিরে যেতে হবে প্রায় ৩০ বছর পিছনে। ইতিহাসের প্রথম পাতাটা পড়ে দেখতে হবে জাতীয় লিগের সময় থেকে। ১৯৯৬-৯৭ সালে প্রথমবার জাতীয় লিগে মোহনবাগানের অর্জন ছিল ৫ ম্যাচে ৬ পয়েন্ট। আর সেখান থেকে এগিয়ে আসা যাক ২০২৫ সালে। এবার আইএসএলের শেষ ম্যাচে এফসি গোয়াকে হারিয়ে ২৪ ম্যাচে মোহনবাগানের প্রাপ্তি ৫৬ পয়েন্ট। মোট ২৯টি মরশুমে মোহনবাগানের মোট সংগ্রহ ১০০০ পয়েন্ট। দেশের প্রথম পর্যায়ের লিগে যে পয়েন্ট অর্জনের কৃতিত্ব অন্য কোনও দলের নেই।
জাতীয় লিগের প্রথম মরশুমটা ভালো না কাটলেও, দ্বিতীয় মরশুমেই চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ১৯৯৯-০০ সালেও ফের ভারতসেরার খেতাব। ২০০১-০২ সালে তৃতীয়বার জাতীয় লিগে সেরা হয় সবুজ-মেরুন। তারপর ২০০৭-০৮ সালে শুরু হয় আই লিগ। সেখানে প্রথম মরশুমে ১৮ ম্যাচে অর্জন ৩০ পয়েন্ট। ১৩টি মরশুমে মোট পয়েন্ট সংখ্যা ২৭৬। তার মধ্যে জয় ১২৬টি ম্যাচে। ২০১৪-১৫ ও ২০১৯-২০ মরশুমে চ্যাম্পিয়নও হয় তারা।
তারপর আইএসএলেও উড়েছে সবুজ-মেরুনের সাফল্যের পতাকা। ২০২০-২১ থেকে আইএসএলে যুক্ত হয়ে প্রথম মরশুমে সংগ্রহ ২০ ম্যাচে ৪০ পয়েন্ট। পর পর দুবার লিগ শিল্ড জয় ছাড়াও, আইএসএল কাপও জিতেছে তারা। ২০২৪-২৫ মরশুমে আবারও আইএসএল কাপ জয়ের হাতছানি রয়েছে সবুজ-মেরুনের সামনে। তবে সেই ট্রফি জয়ের আগেই ১০০০ পয়েন্টের পাহাড়ে উঠে গেল মোহনবাগান। লিগ শিল্ড হাতে পাওয়ার রাতে ১০০০ পয়েন্টে পৌঁছনোর নজির, জোড়া ইতিহাস গড়ে বাগান সমর্থকরা মেতে বাঁধভাঙা উচ্ছ্বাসে।