ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে। কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত একদল শ্রমিকের পিক আপ ভ্যান। শনিবার রাতে কোতুলপুরের লালকি গ্রাম সংলগ্ন কোতুলপুর-ইন্দাসগামী রাস্তায় পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২৫ জন শ্রমিক। উদ্ধারকার্য শুরু হয়েছে।
জানা গিয়েছে, কোতুলপুরের দেশড়া এলাকা থেকে আলু তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ফলে ভ্যানটি রাস্তার পাশে নয়ানজুলিতে নেমে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ার সময়ে একটি বড় সিমেন্টের পাইপের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। তীব্র আঘাতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়।
আহতদের প্রত্যেকেই ইন্দাস থানার করিশুন্ডা গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয়রা হাসপাতালে ভিড় জমিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পিকআপ ভ্যানটির যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখছে।