• ‘চা খাচ্ছিলাম, হঠাৎ ৩ জন এসে...’, কামারহাটি-কাণ্ডের ভয়াবহ বিবরণ জখমের স্ত্রীর
    এই সময় | ০৯ মার্চ ২০২৫
  • ডাক্তার দেখাতে এসেছিলেন স্বামীর সঙ্গে। রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। সেই সময়েই আচমকা শুটআউট। কামারহাটিতে শনিবার রাতের শুটআউটে ঠিক কী ঘটেছিল? ওই মুহূর্তের ভয়াবহ বিবরণ দিলেন গুলিতে জখম সন্তু দাসের স্ত্রী রিয়া কর্মকার।

    রিয়া বলেন, ‘ডাক্তার দেখাতে এসেছিলাম। দাঁড়িয়ে চা খাচ্ছিলাম... হঠাৎ তিন জন এসে শুট করতে শুরু করে। মোটর বাইকে চেপে এসেছিল ৩ জন। আমাদের গা ঘেঁষে এক জন দৌড়ে যাচ্ছিল। সেই সময়েই আমার স্বামীর কোমরে গুলি লাগে। ওঁকে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে।’

    যারা হামলা করেছে তাদের কাউকে চেনেন না বলে জানিয়েছেন রিয়া। সূত্রের খবর, কামারহাটির এই ঘটনায় দুষ্কৃতীদের মূল টার্গেট ছিল স্থানীয় তৃণমূল কর্মী বিকাশ সিং। তাঁকেও চেনেন না বলে জানিয়েছেন রিয়া। তাঁর দাবি, ‘আমার স্বামীর সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। আমরা কাউকে চিনি না। আমার স্বামী এ এলাকার ছেলেও নয়।’ ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্তু দাসের গায়ে গুলি আঁচড় কেটে বেরিয়ে গিয়েছে।

    শনিবার রাতে কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডে আচমকা শুটআউট হয়। ভিড়ে ঠাসা এলাকায় বাইকে করে এসে পরপর গুলি চালায় ৩ দুষ্কৃতী। স্থানীয় তৃণমূল কর্মী বিকাশ সিংকে টার্গেট করে গুলি চালালেও, গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে লাগে রাস্তায় দাঁড়ানো এক সাধারণ নাগরিকের গায়ে। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন বিকাশ সিংও।

  • Link to this news (এই সময়)