• গুলি চলল বেলঘরিয়ায়, আহত দুজন, বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা
    হিন্দুস্তান টাইমস | ০৯ মার্চ ২০২৫
  • বেলঘরিয়ার ৪ নম্বর গেট সংলগ্ন উত্তর বাসুদেবপুর এলাকায় গুলি। এক তৃণমূল নেতা সহ ২ যুবক আহত হয়েছেন। দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ। তিনজন এসেছিল বলে সূত্রের খবর। আহত এক যুবক এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। অপর আহত যুবকের নাম  সন্তু দাস। একজনকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকরে। সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে অপর আহত যুবককে। 

    এক যুবকের বাড়ির খুব কাছে রাত ৮টা ৪০ মিনিট নাগাদ গুলি করা হয়। পেটে ও পিঠের দিকে গুলি করা হয়েছে বলে খবর। তার শরীরের দুটি জায়গায় গুলি লেগেছে বলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন, দোকানে চা খাচ্ছিলাম। সেই সময় গুলি করল। গুলি শরীরে লেগেছে কি না বুঝতে পারছি না। ডাক্তার দেখাতে এসেছিলাম। আমার স্বামী সন্তু দাসের কোমরে রক্ত বের হচ্ছিল। বাইকে করে এসেছিল ওরা। ওরাই গুলি চালাল।

    চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন বিকাশ সিং। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। একটা বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা। ডিসি সাউথ সহ পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে আসেন।  

    পুলিশ জানিয়েছে, দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ২ থেকে তিন রাউন্ড গুলি চলেছে। কেন গুলি চালানো হল তা খতিয়ে দেখা হল। 

    এদিকে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় ফের গুলি চালানোর ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। তবে রাজনৈতিক কারণে নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

     কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)