শহরে মহিলাদের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ হাওড়া সিটি পুলিশের। হাওড়া ময়দান এলাকা-সহ পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে ‘পিঙ্ক বুথ’। পরিষেবা চালু করা হলো নারী দিবসের দিনেই। আগামী একমাসের মধ্যে আরও ১৮টি জায়গায় এই সহায়তা কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছে হাওড়া পুলিশ।
রাস্তায় মহিলারা প্রায়ই ইভটিজ়িংয়ের শিকার হন। রাস্তাঘাটে যাতে মহিলারা নিরাপত্তার অভাববোধ না করেন, সেই কারণেই জেলায় এই প্রথম চালু হলো ‘পিঙ্ক বুথ’। শনিবার হাওড়া ময়দানে এই বুথের উদ্বোধন করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং জেলাশাসক দীপাপ প্রিয়া। প্রাথমিক ভাবে এই সহায়তা কেন্দ্র সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। দু’জন করে মহিলা পুলিশ কর্মী সেখানে উপস্থিত থাকবেন। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, বি গার্ডেন, সাঁতরাগাছি এবং কাজীপাড়ার মতো জনবহুল এলাকাতেই পাঁচটি জায়গায় এই বুথ চালু করা হয়।
হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, ‘এক মাসের মধ্যে ১৮ টি এই ধরনের মহিলা সহায়তা কেন্দ্র চালু করা হবে। লক্ষ্য থাকবে প্রত্যেক থানায় এলাকায় একটি করে বুথ চালু করা। এর মূল উদ্দেশ্য রাস্তায় মহিলারা বিপদে পড়লে সব সময় থানায় যেতে পারেন না। তাই এই বুথে যোগাযোগ করলে পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় থানা এবং মহিলা থানাকে সতর্ক করে দিতে পারবেন।’ এর পাশাপাশি শহরের নিরাপত্তা বাড়াতে ইলেকট্রিক্যাল সাইকেল দিয়ে মহিলা পুলিশের নজরদারি চালু করা করা হয়েছে। সঙ্গে মহিলা পুলিশের বাইক বাহিনী ‘উইনার্স টিম’ও কাজ করছে বলেও জানান তিনি।