• নারী দিবসে সংবর্ধনার আয়োজন, মেদিনীপুরে লোক আদালতের প্রতিটি বেঞ্চে বসলেন মহিলা বিচারকেরা
    এই সময় | ০৯ মার্চ ২০২৫
  • সমাজের প্রতিটি স্তরেই এগিয়ে চলেছেন নারীরা। আইন, আদালত, পুলিশ বিভাগেও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে  বর্তমান যুগে। নারী দিবস উপলক্ষে তাই বিশেষ আয়োজন মেদিনীপুর জেলা আদালতেও। শনিবার লোক আদালতের প্রতিটি বেঞ্চে বসলেন মহিলা বিচারকেরা। 

    পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে চলতি বছরের প্রথম লোক আদালত অনুষ্ঠিত হয় মেদিনীপুর জেলা আদালতে। জেলা আদালত ছাড়াও ঘাটাল ও খড়গপুর মহকুমা আদালতেও বসে লোক আদালতের বেঞ্চ। এ দিন মোট ২১টি বেঞ্চ বসে। এর মধ্যে ১৪টি মেদিনীপুর জেলা আদালতে এবং বাকি ৭টি যথাক্রমে খড়গপুর ও ঘাটাল মহকুমা আদালতে। 

    লোক আদালতের নিয়ম অনুযায়ী এবারও প্রতিটি বেঞ্চে একজন বিচারক, একজন আইনজীবী এবং একজন সমাজকর্মী (সমাজের বিভিন্ন ক্ষেত্রের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা) ছিলেন। ২১টি বেঞ্চে বিচারক, আইনজীবী ও সমাজকর্মী মিলিয়ে মোট ৩৬ জন মহিলা প্রতিনিধি ছিলেন বলে জানিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (DLSA-র) সচিব তথা জেলা আদালতের সিভিল জজ (সিনিয়র ডিভিশন) শহিদ পারভেজ। 

    তিনি এও জানিয়েছেন, নারী দিবস উপলক্ষে এ দিন বেঞ্চের মহিলা প্রতিনিধিদের সংবর্ধিতও করা হয়। সেই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় মহিলা পুলিশ কর্মীদেরও। মোট ১০ হাজার মামলা ওঠে লোক আদালতের বিভিন্ন বেঞ্চে। নিষ্পত্তি হয় ৩ হাজার মামলার।

  • Link to this news (এই সময়)