এই সময়: শুক্রবার নেমেছিল ১৮ ডিগ্রিতে। সঙ্গে শীতল হাওয়া। শহর কলকাতা সকালের ফিরে এসেছিল শীতের অনুভূতি। কিন্তু রাত পার হতে না হতে ভোল বদল ঘটল আবহাওয়ার। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে ৩ ডিগ্রি বেড়ে পৌঁছলো ২১ ডিগ্রিতে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি।
তবে এদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল। হাওয়া অফিসের অনুমান, দোলের সময় দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁতে পারে। আর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। আজ রবিবার উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার থেকে বৃষ্টি কমলেও সপ্তাহের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে যে শীত-অনুভূতি ফিরেছিল, এবারকার মতো তা আর ফিরবে না। দোলের পর থেকে তাপমাত্রা লাগাতার বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এদিন পানাগড় এবং উলুবেড়িয়া— দু’জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল পানাগড় এবং শ্রীনিকেতনে। দু’টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৪.৬ ডিগ্রি এবং ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার বামখেয়ালিপনায় নাজেহাল হতে হচ্ছে সকলকেই। আরমকা পারদ পতনের পরে ফের তাপমাত্রা বৃদ্ধি। সকালের দিকে তাপমাত্রা কম আবার বেলার দিকে প্রখর রোদে গরমের অনুভূতি অস্বস্তি বাড়াচ্ছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন রাজ্যে তাপমাত্রার পরিবর্তন হবে না। তার পরের তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুডি এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ রবিবার বজ্রবিদ্যুৎ সহ এই জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ রবিবার বঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। এটি এখন রয়েছে অসমে। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় কোনও বড় বদল হবে না বলেই জানাচ্ছেন আবহবিদেরা।