এই সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকের দিন বদল হলো। তৃণমূল ভবনে গত বৃহস্পতিবার সুব্রত বক্সীর নেতৃত্বে দলের ভোটার লিস্ট ক্লিনিং কমিটির প্রথম সভার পর এই বৈঠকে হাজির হওয়া সদস্যদের জানানো হয়, আগামী ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও অভিষেকের দপ্তর থেকে এই ভার্চুয়াল বৈঠকের সূচি ঘোষিত হয়নি।
আগামী শুক্রবার বসন্ত উৎসব ও দোলযাত্রা রয়েছে। আগামী শনিবার রাজ্যের অনেক জায়গায় হোলি পালিত হবে। এই সব জায়গায় তৃণমূলের অনেক সাংগঠনিক নেতা, জনপ্রতিনিধিরও রংয়ের উৎসবে অংশগ্রহণ করার কথা। এই কারণেই আগামী ১৫ তারিখের বদলে ১৬ মার্চ ভার্চুয়াল বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেকের দপ্তর থেকে শনিবার তৃণমূলের সাংগঠনিক নেতা, জনপ্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকের পরিবর্তিত সূচি জানিয়ে দেওয়া হয়েছে। অভিষেক অতীতে যখন ভার্চুয়াল বৈঠক করেছেন, সেই বৈঠকের সূচি এবং অনলাইন মিটিংয়ের লিঙ্ক তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দপ্তর থেকে জানানো হয়েছে বলে দলের নেতাদের একাংশের বক্তব্য। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোথাও কোনও বিভ্রান্তি তৈরি হয়নি। সেই জায়গায় বৃহস্পতিবার সঠিক পদ্ধতি অনুযায়ী অভিষেকের ভার্চুয়াল বৈঠকের সূচি ঘোষিত হয়নি বলেও একাধিক তৃণমূল নেতার পর্যবেক্ষণ। সেই কারণেও নতুন করে বৈঠকের সূচি ঘোষিত হতে পারে বলে মনে করছেন জোড়াফুলের একাংশ।
২০২৪ সালের লোকসভা ভোটের পরে অভিষেক এই প্রথম দলের সাংগঠনিক েনতৃত্ব, জনপ্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। এই বৈঠকে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার চিহ্নিত করার ইস্যু থেকে শুরু করে অন্য সাংগঠনিক বিষয় নিয়েও অভিষেক বার্তা দিতে পারেন বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন।
তৃণমূল ভবনে সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বৃহস্পতিবার ভোটার তালিকা ক্লিনিং কমিটির যে বৈঠক হয়েছে, তার পরে একাধিক বিষয়ে দলের অন্দরে ধন্দ তৈরি হয়েছে। এই বৈঠকে জেলায় জেলায় ভোটার তালিকা স্ক্রুটিনি করতে কোর কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ওই দিন রাতেই জেলাওয়াড়ি কোর কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। তৃণমূলের ভোটার তালিকা ক্লিনিং কমিটির সদস্য এক সাংসদের বক্তব্য, ‘দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়াই জেলায় জেলায় কোর কমিটি গঠনের কথা বলা হয়েছিল। তাই বিষয়টি জানতে পেরেই সর্বোচ্চ নেতৃত্ব কোর কমিটিগুলিকে স্থগিত রাখতে বলেন।’
অভিষেকের ভার্চুয়াল বৈঠক নিয়েও দলের মধ্যে সঠিক ভাবে তথ্য পৌঁছয়নি বলেও একাধিক তৃণমূল নেতার বক্তব্য। তৃণমূল ভবনে গত বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত এক নেতার কথায়, ‘সভা চলার সময়ে এই ভার্চুয়াল বৈঠকের কথা বলাই হয়নি। সভা শেষ হয়ে যাওয়ার পর বিক্ষিপ্ত ভাবে এই বিষয়টি জানানো হয়। অনেকে সংবাদমাধ্যম থেকেও বিষয়টি জেনেছেন।’