• ইউএস-সিটিজ়েনদের প্রতারণা, গ্রেপ্তার পাঁচ
    এই সময় | ০৯ মার্চ ২০২৫
  • এই সময়, রাজারহাট: কলকাতায় বসে প্রতারণা করা হচ্ছিল ইউএস–সিটিজ়েনদের। সূত্র মারফত এমন অভিযোগ পেয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে কলকাতা বিমানবন্দরের কাছে নারায়ণপুর থানার কালী পার্ক এলাকা থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেট। ধৃতরা হলেন প্রণব দে, শিবম সিং, শাহদুল ইসলাম, সম্পদ গড়াই এবং হর্ষ খেমনি। সম্পদের বাড়ি মেদিনীপুরে, বাকিরা কলকাতার বাসিন্দা।

    পুলিশ সূত্রে খবর, এলাকার সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউয়ের পাশে একটি বিল্ডিং থেকে এমন সব কাজকর্ম চালাতেন প্রতারকরা। মূলত ইউএস–সিটিজ়েনদের টার্গেট করে তাঁদের ভুয়ো ই–মেল, এসএমএস পাঠানো হতো, যেত ফোন কলও। কম্পিউটারে মাইক্রোসফ্টের টেকনিক্যাল সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে তাঁরা ওই নাগরিকদের থেকে মোটা টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ। স্টেটস থেকে যে টাকা আসত, সেগুলি হাওয়ালার মাধ্যমে তাঁরা নিজেদের পকেটে ঢোকাতেন বলেও জানা গিয়েছে।

    সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ওই বিল্ডিংয়ে হানা দেয়। তদন্তকারীদের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্তরা। উল্টে বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট এবং আমেরিকার বেশ কিছু ব্যাঙ্কের চেক উদ্ধার হয়েছে সেখান থেকে।

  • Link to this news (এই সময়)