এই সময়: নাকতলায় গীতাঞ্জলি মেট্রো স্টেশন চত্বরে জমে রয়েছে বর্জ্য। আর তা নিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মেট্রো স্টেশন চত্বরে এই ভাবে দিনের পর দিন বর্জ্য জমে থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুর্গন্ধে এলকায় মর্নিং ওয়াকেও যাওয়া যাচ্ছে না। ওই পথে মেট্রো স্টেশনে যেতে হলে নাকে রুমাল চাপা দিতে হচ্ছে।
নাকতলার অনেক বাসিন্দার কাছেই গীতাঞ্জলি মেট্রো স্টেশন লাগোয়া এলাকাটি মর্নিং ওয়াকের জন্যে খুব পছন্দের। এলাকার প্রবীণ বাসিন্দা বছর পঁচাত্তরের প্রবীর মিত্র বলেন, ‘আমি ওই এলাকায় নিয়মিত হাঁটতে যেতাম। জমা বর্জ্যের এত দুর্গন্ধ যে ওখান দিয়ে হাঁটাই যাচ্ছে না। তাই দিন কয়েক হলো মর্নিং ওয়াক বন্ধ রেখেছি।’ এলাকার আর এক বাসিন্দা রণিতা রায় বলেন, ‘সারা দিন দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা কাউন্সিলারকে অভিযোগও জানিয়েছি।’
১০০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ দাস বলেন, ‘আমি মর্নিং ওয়াকার এবং স্থানীয় কয়েক জনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের মাস্টারকে চিঠি পাঠিয়ে ওই জায়গা পরিষ্কার করার অনুরোধ করেছি। এখনও পর্যন্ত মেট্রোর তরফে সাড়া মেলেনি।’ তিনি জানান, জায়গাটি মেট্রো স্টেশনের আওতায় হওয়ায় পুরসভা ওই জায়গা পরিষ্কার করতে পারছে না।’
মর্নিং ওয়াকার এবং এলাকার বাসিন্দারাও এ বার স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা করেছেন। গীতাঞ্জলি মেট্রো স্টেশনের এই সমস্যা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, এই সমস্যার কথা তাঁরা এখনও জানেন না। তবে খোঁজ নিয়ে দ্রুত ওই জায়গা পরিষ্কার করার ব্যবস্থা করবেন।