রবিবার সকালে সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একাধিক ঝুপড়ি দোকানে আগুন। কালো ধোঁয়ায় ঢাকে স্টেশন চত্বর। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ৬টা নাগাদ সন্তোষপুর স্টেশনে পাশে বেশ কয়েকটি গুমটি দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। একাধিক ছোট ছোট গুমটি ভষ্মীভূত হয়ে যায়। সাধারণ মানুষের অনুমান, প্রায় ৩০ থেকে ৪০টি গুমটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ দিকে এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল। প্রবল ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল প্রায় ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় বলে সূত্রের খবর। বাধ্য হয়ে বহু যাত্রী সড়ক পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। এক যাত্রী বলেন, ‘আজ এমনিতেও এই লাইনে ট্রেন কম। তার পর এই ধরনের ঘটনা। অগত্যা সড়ক পথেই যাতায়াত করতে হবে। নিত্য দিন কোনও না কোনও সমস্যা লেগেই থাকে।’ সকাল ৯টা নাগাদ ট্রেন চলাচল শুরু করে বলে জানা গিয়েছে। তবে এখনও ট্রেন ধীর গতিতে চলাচল করছে বলে অভিযোগ যাত্রীদের। কী ভাবে এই আগুন লাগল? তা নিয়ে প্রশ্ন উঠছে। দমকল দপ্তরের কর্মীরা জানাচ্ছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তার পরেই নির্দিষ্ট করে বলা সম্ভব যে কী ভাবে আগুন লাগল?