• বিছিন্ন হয়ে গেল মালগাড়ির ২২টি কামরা, চন্দ্রকোনা রোড স্টেশনের কাছে দুর্ঘটনা, ব্যাহত ট্রেন চলাচল
    এই সময় | ০৯ মার্চ ২০২৫
  • রবিবার সকালে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি কয়লা বোঝাই মালগাড়ি। এ দিন সাড়ে ৭টা নাগাদ কয়লা-সহ মালগাড়িটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড স্টেশন (আদ্রা ডিভিশন) থেকে মেদিনীপুর স্টেশনের দিকে যাচ্ছিল। চন্দ্রকোনা রোড স্টেশন পার হওয়ার পরই ওই মালগাড়িটির প্রায় ২২টি কামরা অন্যান্য কামরা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ৫টি কামরা-সহ ইঞ্জিন সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর চালক বুঝতে পারেন একাধিক কামরা পিছনে রয়ে গিয়েছে। তিনি ট্রেনটি থামিয়ে দেন। তড়িঘড়ি রেলকর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের চেষ্টায় কামরাগুলিকে মূল ইঞ্জিনের সঙ্গে জোড়া লাগানো সম্ভব হয়। এর পর মালগাড়িটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

    রেল সূত্রে খবর, এই দুর্ঘটনার জন্য চন্দ্রকোনা রোড থেকে মেদিনীপুর যাওয়ার ডাউন লাইন ব্যাহত হয় সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টা ৫ পর্যন্ত, প্রায় ৩৫ মিনিট। একাধিক দূরপাল্লা এবং লোকাল ট্রেন আটকে যায়। এর মধ্যে ছিল হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসও। খড়গপুর ডিভিশন এবং আদ্রা ডিভিশনের অন্যান্য স্টেশনেও দাঁড়িয়ে থাকে ট্রেন। কী কারণে ওই কামরাগুলি বিচ্ছিন্ন হলো? তা খতিয়ে দেখা হবে রেল সূত্রে খবর। 

  • Link to this news (এই সময়)