এই সময়: নারীকে কোনও ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হিসেবে না–দেখিয়ে কিংবা দেবীর আসনে না–বসিয়ে নারীর সমানাধিকারের মনোভাবকেই আন্তর্জাতিক নারী দিবসে সেলিব্রেট করা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি সেই বিশ্ব ভাবনায় বিশ্বাস করেন, যেখানে প্রত্যেক নারীর নিজের জগৎ নিজেই তৈরি করার ক্ষমতা রয়েছে এবং নারীরা কারও থেকে দুর্বল নয়, কারও থেকে নিকৃষ্ট নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সামাজিক মাধ্যমে নিজের ভাবনা বিশদে লিখেছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা।
তৃণমূল প্রতিষ্ঠার পর দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দলকে নেতৃত্বও দিচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ দিন ফেসবুকে নিজের কবিতা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, যার কয়েকটি পংক্তি হলো, ‘আমি ঘরের মেয়ে, আমি বাংলার মেয়ে, আমি ভারতের মেয়ে, আমি বিশ্বের মেয়ে।’
আন্তর্জাতিক নারী দিবসের বার্তা দিতে এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘নারী দিবসে নারীকে ঐশ্বরিক শক্তির অধিকারী অথবা দেবীর আসনে না বসিয়ে বরং নারী সমানাধিকারকে সেলিব্রেট করা উচিত।’
নারী দিবস উপলক্ষে এ দিন তৃণমূলের মহিলা শাখা রবীন্দ্রসদন থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে। এই মিছিলে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা, বনমন্ত্রী বিরবাহা হাঁসদা, সাংসদ জুন মালিয়া, দোলা সেন, সায়নী ঘোষ–সহ জোড়াফুলের মহিলা ব্রিগেডের নেত্রীরা ছিলেন।
ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলা বিধানসভা কেন্দ্রে এখন ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির চলছে। এই শিবিরে উপস্থিত মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগীদের ফুল, স্মারক, উত্তরীয় দেওয়া হয়েছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সমানাধিকার শুধু একটি ভাবনা নয়, কাজেও এর প্রতিফলন হওয়া প্রয়োজন। মহেশতলায় সেবাশ্রয় ক্যাম্পে এই স্বাস্থ্য শিবিরের মেরুদণ্ড হিসেবে কাজ করছেন যে মহিলারা, তাঁদের এ দিন সম্মানিত করা হয়েছে।
এটা আন্তর্জাতিক নারী দিবসকে সেলিব্রেট করার থেকে বড় বিষয়। কারণ নারীদের ক্ষমতায়ন, তাঁদের প্রতি সম্মান প্রদর্শনে যে আমরা দায়বদ্ধ, তাকে আবার নিশ্চিত করা হলো।’
জনস্বাস্থ্য পরিষেবায় নিরলস ভাবে যে মহিলারা যুক্ত রয়েছেন, তাঁদের সম্মানিত করার থেকে নারী দিবস উদ্যাপনের আর ভালো কী পথ থাকতে পারে— এই প্রশ্নও তুলেছেন অভিষেক। মহিলা সমিতি–সহ একাধিক বাম মহিলা সংগঠন এ দিন শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেছে। বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এ দিন সল্টলেক ইজে়ডসিসি এবং অগ্নিমিত্রা পলের নেতৃত্ব ন্যাশনাল লাইব্রেরিতে দু’টি পৃথক অনুষ্ঠান হয়েছে।