• সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক ঝুপড়ি, বন্ধ ট্রেন চলাচল ...
    আজকাল | ০৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সন্তোষপুর স্টেশনে। আগুনে পুড়ে ছাই একাধিক ঝুপড়ি। অগ্নিকাণ্ডের ফলে বন্ধ শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। 

    সূত্রের খবর, রবিবার সকাল সাতটা নাগাদ আগুন লাগে সন্তোষপুর স্টেশনের একাংশে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দাউদাউ আগুন দেখেই দমকলে খবর দেন স্থানীয়রা। এদিকে স্টেশনেও যাত্রীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন আরও ছড়িয়ে পড়ে। 

    সন্তোষপুর স্টেশন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। ক্রমেই তা আরও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে অন্ততপক্ষে ১৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। 

    অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শিয়ালদহ -বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে কিছুক্ষণের জন্য। রবিবার দক্ষিণ শাখায় ট্রেনের সংখ্যা কম থাকে। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। 
  • Link to this news (আজকাল)