শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। রবিবার সকাল সওয়া ৭টা নাগাদ সন্তোষপুর স্টেশনের একটা অংশে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। ২ নম্বর প্লাটফর্ম লাগোয়া প্রায় ২০টির বেশি দোকান আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার খবর চাউর হতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় স্টেশন চত্ত্বরে। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি করে ঢালতে থাকেন জল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমদলের তিনটি ইঞ্জিন। শেষে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। কী কারণে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ প্রথম আগুন দেখা যায়। প্রথম স্টেশনের পাশে থাকা একটি দোকানে আগুন লাগে। চোখের পলকেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের দোকানগুলিকেও। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে স্বাভাবিকভাবেই শিয়ালদহ-বজবজ শাখায় বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। তার ফলে প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা।