• ভয়ংকর দুর্ঘটনার কবলে শ্রমিকবোঝাই পিক-আপ ভ্যান! ২৫ জন যাত্রীই...
    ২৪ ঘন্টা | ০৯ মার্চ ২০২৫
  • মৃত্যুঞ্জয় দাস: শ্রমিকবোঝাই পিক-আপ ভ্যান পড়ল দুর্ঘটনার কবলে। আহত হলেন কমপক্ষে ২৫ জন। সাতজনকে রেফার করা হয় অন্যত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কোথা থেকে আসছিল ভ্যানটি, কোথায় যাচ্ছিল?

    জানা গিয়েছে, বাঁকুড়া জেলার কোতুলপুর থানার লালকি সংলগ্ন এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি। দুর্ঘটনার কবলে পড়েছেন ৩০ জন শ্রমিক। সকলেই ছিলেন ওই যাত্রীবোঝাই একটি পিক-আপ ভ্যানটিতে। ঘটনায় আহত হয়েছে একাধিক যাত্রী। স্থানীয় সূত্র থেকে জানতে পারা গিয়েছে, গতকাল, শনিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিসুন্ডা থেকে ৩০ জন পুরুষ ও মহিলা শ্রমিক আলু তোলার কাজ করতে গিয়েছিল হুগলির কামারপুকুর এলাকায়। শনিবার রাতে সেখান থেকে ফেরার সময়েই কোতুলপুর থানার লালকি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়।‌

    স্থানীয়দের দাবি, অত্যধিক দ্রুতগতিতে আসার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। যায় কোতুলপুর থানার পুলিস। আহতদের পুলিসভ্যান, অ্যাম্বুল্যান্স এবং প্রাইভেট গাড়ি করে তড়িঘড়ি কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ২০ থেকে ২৫ জন শ্রমিকের মধ্যে সাতজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অন্যত্র রেফার করা হয়।

    ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। গতিই, নাকি অন্য কিছু? ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তার জানতে তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)