রবিবার সকাল সওয়া ৭ টা নাগাদ সন্তোষপুর স্টেশনের একটা অংশে দাউদাউ করে জ্বলে ওঠে লেলিহান শিখা। রবিবার হওয়ায় যাত্রী সংখ্যা খুব বেশি না হলেও হালকা ভিড় ছিলই। আগুন নজরে পড়তেই যাত্রীরা নিরাপত্তার কথা ভেবে স্টেশন ছাড়তে থাকেন। এদিকে খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে স্টেশন সংলগ্ন বসতি। শেষ পাওয়া খবর অনুযায়ী, কমপক্ষে ১৫ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও চলছে আগুন আয়ত্তে আনার কাজ।
এমনিতেই শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেনের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। এদিন অগ্নিকাণ্ডের ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ওই লাইনে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। তার ফলে প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। অধিকাংশই সড়কপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।