উত্তরে বৃষ্টি, দক্ষিণে চড়ছে পারদ, দোলে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
প্রতিদিন | ০৯ মার্চ ২০২৫
নিরুফা খাতুন: উত্তরবঙ্গে বৃষ্টি হলেও মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গ রীতিমতো পুড়ছে। সকলের মনেই প্রশ্ন, দোলে কেমন থাকবে আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ নাকি বৃষ্টি ভেস্তে দেবে সব প্ল্যান? হাওয়া অফিস সূত্রে খবর, দোলের আগেই কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা পেরতে পারে ৩৮ ডিগ্রি। সম্ভাবনা নেই বৃষ্টির। ফলে গরম রীতিমতো নাজেহাল করবে বঙ্গবাসীকে।
হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাডু উপকূল এলাকায়। তবে এর জেরে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দোলের আগেই কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে পারদ। জেলায় জেলায় আরও বাড়বে গরম। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। রবিবার সকালে আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। ধীরে ধীরে উষ্ণতা বাড়বে, রাতে অনুভূত হবে অস্বস্তি।
আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। সিকিমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফলে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। এদিকে আগামিকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফরাবাদ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে।