• ‘এ গান চলবে না’, বিয়ের আসরে বরপক্ষের দাদাগিরি, অশান্তিতে যুবকের মৃত্যু
    এই সময় | ০৯ মার্চ ২০২৫
  • বিয়ে বাড়িতে গান পরিবর্তন করাকে কেন্দ্র করে বর এবং কনে যাত্রীর মধ্যে তুমুল হাতাহাতি। গুলি চালানোর অভিযোগ উঠেছে বরযাত্রীদের বিরুদ্ধে। যদিও গুলি চলেনি বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় কনেপক্ষের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। মৃত যুবকের নাম আর্টিস্ট বেদ (১৮)। তাঁর বাড়ি পাণ্ডবেশ্বর থানা এলাকায়। ঘটনায় বরপক্ষের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শনিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে একটি বিয়েবাড়ি ছিল। বিয়ে সম্পন্ন হয় সুষ্ঠু ভাবেই। বরপক্ষ থেকে কয়েকজন ঝাড়খণ্ড থেকে এসেছিলেন। অভিযোগ, তাঁরাই গান পরিবর্তন করা নিয়ে অশান্তি শুরু করেন। কিন্তু কনেপক্ষ গান পরিবর্তন করতে রাজি হননি। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত। 

    অভিযোগ, সেই সময়েই বরপক্ষের কয়েকজন কনের পরিবারের আর্টিস্ট বেদকে টেনে হিঁচড়ে একটু দূরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। কনের বাবা জাদুকর বেদের অভিযোগ, আর্টিস্ট বেদকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আর্টিস্ট। এই যুবক সম্পর্কে কনের ভাই। 

    তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর পুলিশের দ্বারস্থ হন কনের পরিবারের সদস্যরা।  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি র সুবীর রায় বলেন, ‘গুলি চালানো হয়নি। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। ধারাল কোনও অস্ত্র দিয়ে ওকে কোপানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’ রবিবার আর্টিস্টের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

  • Link to this news (এই সময়)