এই সময়, আসানসোল: দেশি পর্যটকদের ভ্রমণের নিরিখে ভারতে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ। আন্তর্জাতিক পর্যটকদের ক্ষেত্রে রাজ্যের অবস্থান আরও উপরে, তৃতীয়। এই পরিস্থিতিতে পর্যটকদের আরও উন্নত পরিষেবা দিতে ট্যুরিস্ট গাইড কোর্স চালু করার উদ্যোগ নিল রাজ্য পর্যটন দপ্তর।
এর জন্য বিভিন্ন কলেজে চালু হয়েছে সার্টিফিকেট কোর্স। শনিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের বনোয়ারিলাল ভালোটিয়া কলেজে (বিবি কলেজ) চালু হওয়া এই কোর্সে যোগ দিয়েছেন ৭১ জন পড়ুয়া।
জেলা পর্যটন দপ্তরের কর্তা সুদীপ দাস জানিয়েছেন, আগ্রহী যুবক-যুবতীদের জন্য প্রথমে বেসিক কোর্স চালু করা হলো। এর পরে অ্যাডভান্স টুরিস্ট গাইড কোর্সও থাকবে। প্রতিটি কোর্সের সময়সীমা ২১০ ঘণ্টার। প্রশিক্ষণের অংশ হিসেবে সরকারি উদ্যোগে পড়ুয়াদের কোনও একটি পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
কোর্স শেষে সার্টিফিকেট দেবে পর্যটন দপ্তর। সঙ্গে দেওয়া হবে একটি ব্লেজার, টুপি, হুইসল। জানা গিয়েছে, পর্যটন দপ্তরের পোর্টালে সার্টিফিকেট প্রাপ্ত গাইডদের নাম, মোবাইল নম্বর দেওয়া থাকবে।
সুদীপ বলেন, ‘এই কোর্স করার পরে তিন বছর যাঁরা কাজ করবেন তাঁদের জন্য ভেটারেন্স ট্যুরিস্ট গাইড কোর্স থাকবে। সব ক্ষেত্রেই সরকারি সহযোগিতা থাকবে। কোর্সগুলি সম্পূর্ণ করার পরে বিভিন্ন পর্যটন সংস্থায় কাজের সুযোগও থাকবে।’ বেসিক কোর্সে অংশ নেওয়ার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং অ্যাডভান্স কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
বিবি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন, ‘জেলায় প্রথম আমাদের কলেজকে পর্যটন দপ্তর এই কোর্সের জন্য বেছে নিয়েছে। কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে মহিলাদের সংখ্যায বেশি। আমাদের জেলাতেও একাধিক পর্যটনকেন্দ্র আছে যেখানে শিক্ষিত গাইডরা কাজ পেতে পারেন। এলাকার সমস্ত তথ্য জানতে পারবেন দর্শকরা।’