• ভয়াবহ, স্ত্রীকে কুপিয়ে মেরে আত্মঘাতী যুবক, সেই নাতির চিতায় পুড়েই শেষ দাদু! ...
    আজকাল | ০৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এ যেন মৃত্যু মিছিল! প্রথমে স্ত্রী সবীতাকে কুড়ুল দিয়ে কোপান অভয় রাজ যাদব। এরপরই সে আত্মঘাতী হয়। বাড়িতেই মিলে তাঁর ঝুলন্ত দেহ। শোকবিহ্বল পরিবার। শক্রবার রাতে চলছিল শেষকৃত্যের কাজ। চিতায় অভয়ের দেহ দাহ করার সময় ঘটে যায় আরেক মর্মান্তিক ঘটনা। নাতির চিতার উপর মিলল দাদুর দেহ! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের সিধি জেলার শিহোলিয়া গ্রামে।  

    ডেপুটি পুলিশ সুপার গায়েত্রী ত্রিপাঠি জানান, অভয় রাজ যাদব কেন তাঁর স্ত্রী সবিতা যাদবকে খুন করেছিল তা এখনও জানা যায়নি। সেই ঘটনার তদন্ত হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। কিন্তু শেষকৃত্যের দিন আরেক ঘটনা ঘটে। 

    শুক্রবার যখন অভয় রাজ যাদবের শেষকৃত্যের কাজ চলছিল, তখন প্রথমের দিকে বাড়িতেই ছিলেন তাঁর দাদু রমাবতার যাদব। রাতের দিকে নিখোঁজ হয়ে যান। শনিবার ভোরে খোঁজ শুরু হয়। কোথাও খুঁজে না পেয়ে সকলে মৃতদেহ দাহ করার স্থানে যায় পরিবারের বেশ কয়েকজন সদস্য। সেখানেই রমাবতার যাদবকে চিতায় পুড়তে দেখেন।

    এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছতে পৌঁছতে রমাবতারের শরীরের সমস্ত অংশই পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ। তিন তিনটে মৃত্যুর পিছনে কারণ খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)