চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষে জখম ৪
আজকাল | ০৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে। মারুতি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন চারজন। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার অন্তর্গত কালিকাপুর এলাকায়। ঘটনায় রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হলে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত গতিতে আসা একটি বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়ায় ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক এলাকায়। জখমদের স্থানীয় ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সেখানে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি যাত্রীবাহী বাস ঘাটাল থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক ঘাটালের দিকে আসছিল মারুতি। সেই সময় কালিকাপুর এলাকায় আসতেই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে। মারুতিটি দুমড়ে মুচড়ে যায়। মুহূর্তে ভিড় জমে যায় ঘটনাস্থলে। এরপর স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় চারজনকে স্থানীয় ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যানজটের সৃষ্টি হয় ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে। লাইন পড়ে যায় ট্রাক ও অন্যান্য যানবাহনের। রাজ্য সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়লে, সমস্যার সম্মুখীন হন পথচলতি সাধারণ মানুষজন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চন্দ্রকোনা থানার পুলিশের একটি দল। দুর্ঘটনাগ্রস্ত মারুতিকে সরানোর কাজ শুরু হয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় রাজ্য সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।