• একদিন পিছিয়ে গেল অভিষেকের দলীয় বৈঠক
    দৈনিক স্টেটসম্যান | ০৯ মার্চ ২০২৫
  • কথা ছিল, আগামী ১৫ মার্চ তৃণমূলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাইয়ের কাজে জেলায় জেলায় তৈরি কোর কমিটি স্থগিত হয়ে যাওয়ার পর এবার অভিষেকের বৈঠকের দিনক্ষণও বদলে গেল। তৃণমূল সূত্রে খবর, আগামী ১৫ মার্চ অর্থাৎ শনিবারের পরিবর্তে অভিষেক জেলা সভাপতি ও চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন ১৬ মার্চ অর্থাৎ রবিবার। কেন সময়সূচির পরিবর্তন, দলের তরফে আনুষ্ঠানিক ভাবে এর কারণ জানা যায়নি।

    তবে সূত্রের খবর, যেহেতু ১৫ তারিখ দোল রয়েছে, তাই ওই দিনের পরিবর্তে রবিবার বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকে আলোচ্য বিষয়গুলির মধ্যে গুরুত্ব পাবে ‘ভুতুড়ে ভোটার’ প্রসঙ্গ। কোন পদ্ধতিতে দ্রুত ভোটার তালিকার ভূতদের শনাক্ত করা সম্ভব, সে প্রসঙ্গেই পরামর্শ দিতে পারেন অভিষেক। পাশাপাশি বৈঠকে গুরুত্ব পাবে ২০২৬-এর বিধানসভা নির্বাচন প্রসঙ্গটিও। কোন রণকৌশল নীতিতে বাংলার বুকে আরও একবার বিজেপি-বধ সম্ভব, তার ব্লুপ্রিন্ট তৈরি করবেন অভিষেক।

    তাঁর ভাষায়, ‘কাজে যেন শিথিলতা না আসে। বিজেপি বাংলাকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৬-র লড়াইয়ের জন্য আমাদের সংঘবদ্ধ ভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা বারংবার ওদের গো-হারা হারিয়েছি। এবারও তার ব্যতিক্রম হবে না।’ নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দলীয় নেতৃত্বদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে অভিষেক বলেছিলেন, ‘হোয়াটস্যাপে রাজনীতি না-করে মানুষের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে কাজ করতে হবে।’ এমনই পরামর্শ অভিষেক-কণ্ঠে ফের প্রতিধ্বনিত হতে পারে ভার্চুয়াল বৈঠকেও।

    প্রসঙ্গত, ভোটার তালিকা যাচাইয়ের কাজে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের গঠিত রাজ্য স্তরের কমিটির সদস্য হলেও বৃহস্পতিবারের বৈঠকে বিশেষ কিছু কাজের জন্য গড়হাজির ছিলেন অভিষেক। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল। বৈঠক শেষে সুব্রত বক্সীই জানিয়েছিলেন, আগামী ১৫ মার্চ দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক। এবার সেই বৈঠকের বদলে গেল দিনক্ষণ, পিছিয়ে গেল এক দিন। প্রত্যেক নির্বাচনের আগেই অভিষেক-স্ট্রাটেজি যথেষ্ট চর্চায় থাকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)