জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৯ সালের পর নিউ জ়িল্যান্ড (New Zealand) ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল (Champions Trophy 2025 Final) খেলছে। রোহিত শর্মাদের বিরুদ্ধে নামার আগেই মিচেল স্যান্টনারের টিম বিরাট ধাক্কা খেয়েছিল! চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছিলেন দলের তারকা পেসার ম্যাট হেনরি (Matt Henry)!
রবিবাসরীয় ফাইনালের আগে কিউয়ি জোরে বোলার ওয়ার্ম-আপে নিজেকে পরখ করতে চেয়েছিলেন! ভেবেছিলেন মহাযুদ্ধে নামার একটা শেষ চেষ্টা করবেন তিনি। কিন্তু হেনরি পারলেন না, বোলিং করতে গিয়ে অস্বস্তি বোধ করেন তিনি। হেনরি বুঝতে পারেন যে, তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। অঝোরে কেঁদেই মাঠ ছাড়েন তিনি। দলের হেড কোচ গ্যারি স্টিড এবং বোলিং কোচ জ্যাকব ওরাম সান্ত্বনা দেন বুক ভাঙা হেনরিকে।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৯তম ওভারে, হেনরি লং অন থেকে ছুটে এসে হেনরিখ ক্লাসেনের একটি লো ক্যাচ ধরার সময় আঘাত পেয়েছিলেন। হেনররি ডান কাঁধ মাটিতে পড়ার পরেই তাঁকে যন্ত্রণায় ছটফট করতে দেখা গিয়েছিল। এরপর হেনরিকে মাঠ ছেড়ে চলে যান। তবে, ৩৩ বছরের এই খেলোয়াড় ফিরে এসে আরও দুই ওভার বল করেন এবং কাগিসো রাবাদার উইকেট নেন। সেমিফাইনালে ৭ ওভার বল করে ৪৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হেনরি।
১০ উইকেট নিয়ে চলতি টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারি হেনরি। দুবাইতে গত ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউ জ়িল্যান্ড। কিউয়িদের হয়ে সব আলো কেড়ে নিয়েছিলেন তিনি। হেনরির শিকার হয়েছিলেন শুভমন গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। ৮ ওভার বল করে হেনরি ৪২ রান দিয়েছেন। তাঁর ইকোনমি রেট ছিল ৫.২৫। হেনরির পরিবর্তে খেলায় নাথান স্মিথকে দলে নিয়েছে নিউ জ়িল্যান্ড। স্মিথ ৭ ম্যাচ খেলে ৪১.৭১ এর গড়ে ৭ উইকেট নিয়েছেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে খেলে আগা সালমানের উইকেট পেয়েছিলেন।