• পিকনিকে নিয়ে গিয়ে বর্বর শিক্ষকের লালসার শিকার ছাত্রী! জানালেই...
    ২৪ ঘন্টা | ০৯ মার্চ ২০২৫
  • অনুপ কুমার দাস: 'ধর্ষণ' শব্দটা যেন ডাল-ভাতের সাধারণ হয়ে দাঁড়াচ্ছে। একের পর এক নারকীয় ঘটনা এবং তার শাস্তি। এসবের পরও থামানো যাচ্ছে না এই বীভত্‍স ঘটনাকে। ফের ধর্ষণের শিকার এক ছাত্রী।  

    জানা গিয়েছে, ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিস। ধৃতের নাম বৃন্দাবন বিশ্বাস। তার বাড়ি ভীমপুরের দাসঘোষ পাড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভীমপুর এলাকার এক নাবালিকার গৃহশিক্ষক ছিলেন অভিযুক্ত শিক্ষক। গত সেপ্টেম্বর মাসে পড়ুয়াদের নিয়ে ভ্রমণে গিয়েছিলেন তিনি। 

    অভিযোগ সেখানে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে ওই শিক্ষক এবং এ বিষয়ে বাড়িতে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল পুনরায় ওই ছাত্রী ওই গৃহশিক্ষকের কাছে পড়তে গেলে তাকে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই ছাত্রী সব খুলে বলে তার পরিবারকে। এরপরই পরিবারের লোকজন ভীমপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতরাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ভীমপুর থানার পুলিস। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।

    উল্লেখ্য, গত মাসেই এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা সামনে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, দীর্ঘদিন ধরেই স্কুলে আসছিল না ছাত্রী। তাই নিজেই খোঁজ নিতে ছাত্রীর বাড়ি পৌঁছে গেলেন প্রধান শিক্ষিকা। বাড়ি পৌঁছে স্কুলে না যাওয়ার কারণ জানতে পেরে আঁতকে উঠলেন তিনি।

    সেই স্কুলেই তিন শিক্ষক ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণ করেছেন। পাশাপাশি হুমকিও দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই পুলিসকে সমস্ত বিষয় জানানো হয়েছে। পকসো আইনের মামলা দায়ের করা হয়েছে। এবং তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা জানিয়েছেন, 'একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকেই তার মেয়ে একেবারে চুপ হয়ে গিয়েছিল। তার আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ছিল। অসুস্থ বোধ করত মাঝেমধ্যেই। বাড়িতে এই ঘটনার কথা ভয়ে কাউকে বলতে পারেনি সে। স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিল।' ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়।

     

  • Link to this news (২৪ ঘন্টা)