হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্রামের পরামর্শ ডাক্তারদের
প্রতিদিন | ০৯ মার্চ ২০২৫
রমেন দাস: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। রবিবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। উচ্চ রক্তচাপ ও একাধিক সমস্যা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে প্রায় ১৫দিন বিশ্রামে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহের শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটে। আহত হন কয়েকজন পড়ুয়া। তারপরই বিক্ষোভ, প্রতিবাদে নামেন ছাত্ররা। উপাচার্যের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চাপ দেন পড়ুয়ারা। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। তাঁকে বাইপাসের ধারের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। অবস্থা স্থিতিশীল হওয়ার পর, মাথা ঘোরা এবং ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যার জন্য তাঁর ফিজিওথেরাপি শুরু করা হয়। এদিন তাঁকে ছুটি দেওয়া হল। এ বিষয়ে তাঁর স্ত্রী চিকিৎসক কেয়া গুপ্ত বলেন, “ভাস্করবাবু হাসপাতালে থাকতে চাইছিলেন না। বারবার বাড়ি যাওয়ার কথা বলছিলেন। তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছে। কিন্তু আগামী সপ্তাহ দুয়েক পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে।”
এদিকে, আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে মিটিং ডেকেছে বাম- অতিবাম ছাত্র সংগঠন। সেখানে উপাচার্য ভাস্ককবাবু থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিলই। এদিন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও, সেই সভায় তিনি থাকতে পারবেন না কার্যত পরিষ্কার। উল্লেখ, শনিবার উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যাদবপুর কাণ্ডে আহত ছাত্রদের প্রতিনিধি দল।