• বালুরঘাট এক্সপ্রেসে তরুণীর ভিডিয়ো 'রেকর্ডিং', পদক্ষেপ নিচ্ছে জাতীয় মহিলা কমিশন
    হিন্দুস্তান টাইমস | ০৯ মার্চ ২০২৫
  • বালুরঘাট এক্সপ্রেসে এক মহিলা যাত্রীকে হেনস্থা ও মোবাইলে গোপনে তাঁর ভিডিয়ো করার অভিযোগ উঠেছিল এক পুরুষ সহযাত্রীর বিরুদ্ধে। এবার তা নিয়ে পদক্ষেপ নিচ্ছে জাতীয় মহিলা কমিশন। গোটা ঘটনায় এবার হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। প্রসঙ্গত গত ৫ মার্চ ওই যাত্রী বালুরঘাট এক্সপ্রেসে ছিলেন। সেই সময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গোপনে তাঁর ভিডিয়ো তোলা হয়েছিল বলেও অভিযোগ। এরপরই গোটা ঘটনায় শোরগোল পড়ে যায়। সোশ্য়াল মিডিয়ায় ঘুরছিল সেই ভিডিয়ো। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। 

    তবে এবার গোটা ঘটনায় হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। প্রসঙ্গত এই ঘটনার পরেই গেরুয়া শিবিরের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। কেন গোপনে ওই ব্যক্তি ভিডিয়ো করছিলেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ওই তরুণীর সঙ্গে কথা বলেছিলেন। এরপর তিনি পুলিশের কাছে  সুরক্ষার আবেদন করার জন্য ওই তরুণীকে পরামর্শ দিয়েছিলেন। এদিকে জাতীয় মহিলা কমিশন প্রাথমিক পর্যবেক্ষণে জানতে পেরেছে ওই তরুণীর পরিচিতি প্রকাশ পেয়েছে অনলাইনে। এটা কখনও কাম্য নয়। এবার জাতীয় মহিলা কমিশন এই ঘটনায় আর কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। 

    এদিকে গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছিল। ওই তরুণী দাবি করেছিলেন দীর্ঘক্ষণ ধরেই ওই ব্যক্তি রেকর্ডিং করছিলেন। সূত্রের খবর, বালুরঘাটগামী ওই ট্রেনে ছিলেন তরুণী। সেই সময়ই এই ঘটনা হয়। তবে এবার গোটা ঘটনায় পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)