• যাদবপুর থেকে ‘সেকু - মাকু’দের টেনে ছুড়ে ফেলে দিতে হবে, মিছিলে বললেন শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ০৯ মার্চ ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বামপন্থী ছাত্রদের বিক্ষোভ ও তার পরবর্তী অস্থিরতার প্রতিবাদে পথে নামল বিজেপি। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানার ১০০ মিটার আগে পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতা কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘সেকু - মাকু’দের উৎপাটনের ডাক দেন তিনি।

    গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্যকে ঘিরে বিক্ষোভ ও তার পর মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দেওয়ার ঘটনার পর থেকে অস্থির পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে। ঘটনার পর থেকে অসুস্থ ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ওদিকে আন্দোলনে অনড় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

    এই পরিস্থিতিতে রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবিতে মিছিলের ডাক দেয় বিজেপি। স্বভাবত সেই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। শুক্রবার এক রায়ে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, মিছিল করা যাবে। তবে কোনও লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। মিছিল থেকে যেন কোনও পুলিশকর্মী আহত না হন। মিছিল থামবে যাদবপুর থানা থেকে ১০০ মিটার দূরে।

    সেই মতো রবিবার বেলা ১২টা নাগাদ নবীনা সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু হয়। শুভেন্দু অধিকারী ছাড়াও মিছিলে পা মেলান বিজেপির জেলা সভাপতি অনুুপম ভট্টাচার্য। যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ।

    মিছিল থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘এ তো সবে শুরু। ১৬ এপ্রিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণকনভেনশন হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সেকু - মাকুদের টেনে ছুঁড়ে ফেলে দিতে হবে। এখানে পড়াশুনোর সুস্থ পরিবেশ ফেরাতে হবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)