দোলের দিনে সোনাঝুরি হাটে আবির খেলা নিষিদ্ধ করল বন দপ্তর। বিশ্বভারতীর তরফে আগেই জানানো হয়েছে, ১৪ মার্চ নয়, ১১ মার্চ বসন্তোৎসব অনুষ্ঠিত হবে। সেখানেও প্রবেশ নিষিদ্ধ বহিরাগতদের। এ বার সোনাঝুরি হাটেও আবির বা রং খেলা যাবে না। বন দপ্তরের তরফে ইতিমধ্যেই সেখানে দোল খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করে ব্যানার টাঙানো হয়েছে। জানানো হয়েছে, সোনাঝুরি জঙ্গলে আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন উড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশ্বভারতীর বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর থেকেই বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি বিকল্প বসন্ত উৎসবের আয়োজন করা হতো সোনাঝুরি হাটেও। চলতি বছর তা নিষিদ্ধ করা হয়েছে। সেখানে দোলের দিনে প্রচুর ভিড় হয়। দোলের দিনে দেদার রং খেলা হলে জঙ্গল নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সবুজের যাতে কোনও ক্ষতি না হয়, সেই জন্যই এই পদক্ষেপ বলে বন দপ্তর সূত্রে খবর।
এ প্রসঙ্গে ডিএফও রাহুল কুমার জানান, বনাঞ্চলে রং খেলার অনুমতি দেওয়া যায় না। বনাঞ্চল সংরক্ষণের জন্য সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে শেষ বার বিশ্বভারতীর আশ্রম মাঠে সকলকে নিয়ে বসন্তোৎসব হয়েছিল। সেই বছর অতিরিক্ত ভিড়ে নষ্ট হয়ে গিয়েছিল বিশ্বভারতীয় বহু জিনিসপত্র। শুধু তাই নয়, ক্যাম্পাস থেকে প্রচুর মদের বোতলও উদ্ধার হয়েছিল। এরপর সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। ২০২০ সালে করোনার সময়ে বন্ধ রাখা হয়েছিল দোল উৎসব। এর পর ২০২১ সালে বিশ্বভারতীয় বসন্তোৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৩ সালে বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। তার পর থেকে ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।