কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে রহস্যমৃত্যু হলো এক যুবকের। মৃতের বাড়ি আমতা থানার গোবিন্দচক গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকে ১৫০ মিটার দূরে একটি মাঠ থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে আমতা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রসেনজিৎ মেউর (৩২)। তাঁর বাড়ি আমতা থানার গোবিন্দচক গ্রামে। প্রসেনজিৎ শনিবার রাত ৯টায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়িতে বলেছিলেন, খড়িবন এলাকায় কালীপুজো দেখতে যাবেন। রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে বাড়ির কাছেই একটি মাঠে প্রসেনজিৎকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।
আমতা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের মা মিতা মেউর বলেন, ‘কালীপুজো দেখে বাড়ি ফিরতে রাত হবে বলে গেটে তালা দিয়ে গিয়েছিল ছেলে। রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দা এসে ছেলের মৃত্যুর খবর দেয়। সেখানে গিয়ে দেখি, ছেলের দেহ মাঠে পড়ে রয়েছে।’
আমতা থানার পুলিশ, মাথায় ও মুখে রক্তের দাগ পেয়েছে। পরিবারের তরফে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ, কেউ বা কারা মারধরের জন্যই প্রসেনজিতের মৃত্যু হয়েছে। কেন ঘটল এমন ঘটনা? কারাই বা থাকতে পারে এর নেপথ্যে? সেই সব নিয়ে রয়েছে ধোঁয়াশা।