• বাঁকুড়ার ভুয়ো ভোটারের খোঁজ, শুরু রাজনৈতিক টানাপোড়েন
    এই সময় | ০৯ মার্চ ২০২৫
  • বাঁকুড়ার ১৯ নম্বর ওয়ার্ডের গড়াই পাড়ার ১৭২ নম্বর বুথে খোঁজ মিলল ৩ ভুয়ো ভোটার ও ১৫ জনেরও বেশি মৃত ভোটারের। এই ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক টানাপড়েন।

    সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের নির্দেশ দিয়েছেন, এলাকায় ঘুরে সমীক্ষা চালিয়ে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতো বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজিজুল রহমান বাড়ি বাড়ি ঘুরে ভোটারের তথ্য যাচাইয়ের কাজে নামেন।

    গড়াই পাড়ার ১৭২ নম্বর বুথে সমীক্ষার সময় কাউন্সিলার দেখেন তালিকায় রয়েছে এমন তিন ভোটারের নাম। তাদের বাস্তবে কোনও অস্তিত্বই নেই। এমনকী এলাকার কোনও ব্যক্তি তাঁদের খোঁজ দিতে পারেননি। পাশাপাশি তালিকায় এমন ১৫ জন ভোটারের নাম রয়েছে, যাঁদের কারও মৃত্যু হয়েছে ৩ বছর আগে, আবার কারও মৃত্যু হয়েছে ২ বছর আগে।

    পরিবারের অভিযোগ, ভোটারের মৃত্যুর পর নিয়ম মেনে তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানানো হলেও বাদ দেওয়া হয়নি। এই ঘটনা জানাজানি হতেই আজ রবিবার সকালে এলাকায় যান বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার। ভুয়ো ভোটারদের ব্যাপারে খোঁজ খবর চালান। শেষ পর্যন্ত তাঁদের কোনও খোঁজ না পেয়ে বিষয়টি নির্বাচন কমিশন ও দলের ঊর্ধতন নেতৃত্বকে জানান।

    বাঁকুড়া শহরের একটি বুথে এত সংখ্যক ভুয়ো ভোটারের সন্ধান মেলায় হতবাক স্থানীয় কাউন্সিলার। তাঁর দাবি, এই ঘটনার দায় পুরোপুরি নির্বাচন কমিশনের। এ দিকে এই ঘটনায় রাজ্য সরকারকেই দুষেছে বিজেপি।

  • Link to this news (এই সময়)