বাগডোগরার টিপুখোলা জঙ্গলে উদ্ধার হলো হাতির ক্ষতবিক্ষত দেহ। মৃতদেহ রক্তে মাখামাখি। বনদপ্তরের দাবি, ক্ষমতা দখলের লড়াইয়ের কারণেই এই মৃত্যু হয়েছে। রবিবার সকালে শিলিগুড়ির কাছে বাগডোগরায় টিপুখোলার কাছে একটি পুরুষ মাকনা হাতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
এলাকার লোকজনই প্রথম হাতিটিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দেওয়া হয়। বনকর্মীদের অনুমান, ক্ষমতা দখলের লড়াইয়ে মাকনা হাতিটি দাঁতালের হামলার শিকার হয়। বনকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছন, ততক্ষণে হাতির পাল ওই এলাকা থেকে সরে যায়।
কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, ‘নিজেদের মধ্যে লড়াইয়ের জেরে বছর ৩০-এর ওই মাকনা হাতিটি মারা গিয়েছে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে আমাদের লোকজন যখন সেখানে যায়, ততক্ষণে হাতিটির মৃত্যু হয়েছে। হাতি ময়নাতদন্ত করা হবে।’
গত বছর ফেব্রুয়ারি মাসে আলিপুরদুয়ারে ক্ষমতা ও সঙ্গিনী দখলের লড়াইয়ে এক দাঁতালের কোমর ভেঙে গিয়েছিল। চার দিন বাদে সেই দাঁতালের মৃত্যু হয় হলং নদীর ধারে। ২০২০ সালে বিন্নাগুড়িতেও দাঁতাল ও মাকনা হাতির লড়াই হয়েছিল। দাঁতালের দাঁত মাকনা হাতির পেট ফুঁড়ে ঢুকে গিয়েছিল।
এই ধরনের লড়াই হাতিদের মধ্যে নতুন নয়। বিশেষ করে দলে শক্তিশালী কোনও হাতি থাকলে উঠতি দাঁতালরা মারমুখী হয়ে ওঠে। সাধারণত দেখা যায়, এ লড়াইয়ে দাঁতালরাই বেশির ভাগ সময় জেতে। এ বারও সেই ছবি টিপুখোলায়।